কাগজপত্র ও ডকুমেন্টস থাকার পরও পুলিশের হাতে হ;য়;রা;নি হয়নি এমন প্রবাসী খুব কমই আছে মালয়েশিয়ায়।
মালয়েশিয়ায় বসবাসরত বিদেশী অভিবাসীদের পুশিশ কর্তৃক ভিসা ও কাগজপত্র চেক করার নামে হ;য়;রা;নি বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আবদুল্লাহ সানী। বিদেশিদের সঠিক কাগজপত্র আছে কী নেই শুধুমাত্র যাচাই করার জন্য পুলিশ তাদেরকে ১৪ দিনের রি;মা;ন্ডে রাখেন। আর এই আইনের সুযোগে কিছু পুলিশ কর্মকর্তা তাদের ক্ষমতার ব্যবহার করে বিদেশিদের হ;য়;রা;নি করা হচ্ছে। তাই এই হ;য়;রা;নি বন্ধে তিনি যাবতীয় পদক্ষেপ নিবেন।
শুক্রবার (৭ মে) সকালের দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামায় দেওয়াধ এক বিৃবতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই আইনটি অ;পব্যব;হার বন্ধে শ্রীগ্রই এটা বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি এর অপব্যবহার করে কোন পুলিশ সদস্য যাতে অভিবাসীদের হ;য়;রা;নি না করতে পারে সেজন্য একটি প্রজ্ঞাপন জারি করবেন। মুষ্টিমেয় কিছু পুলিশ কর্মকর্তা এই আইনটি ব্যবহার করে তারা বিদেশি অভিবা;সীদের হ;য়;রা;নি করছে এটা বন্ধ করতে হবে।
উল্লেখ্য মালয়েশিয়া বালাই (থানা) পুলিশের হাতে প্রবাসীদের হ;য়;রা;নি এই অভি;যোগ দীর্ঘদিনের। বলা হয় কাগজপত্র ও ডকুমেন্টস থাকার পরও পুলিশের হাতে হ;য়;রা;নি হয়নি এমন প্রবাসী খুব কমই আছে মালয়েশিয়ায়। কাজে যাওয়া আসার পথে বালাই পুলিশ গাড়ি ও মোটরসাইকেল নিয়ে প্রবাসীদের হ;য়;রা;নি করে। কাগজপত্র ও ভিসা চেক করার নামে মোটা অংকের টাকা দাবি করে। এমনকি ভিসা ও কাগজপত্র সব সঠিক থাকলেও তারা টাকা দাবি করে। না দিলে ১৪ দিন রি;মা;ন্ডে নেওয়ার ভ;;য় দেখানো হয়। তখন প্রবাসীরা বাধ্য হয়েই পুলিশকে ঘু;;ষ দিতে হয়।
কারণ দেশটির পুলিশের একটি আইন অনুযায়ী অভিবাসীদের ভিসা পারমিট আসল না নকল সেটা যাচাই করার জন্য পুলিশ যেকোন বিদেশিকে ১৪ দিনের রি;মা;ন্ডে নিতে পারবে। এই আইন বাতি নির্দেশনার পর বিদেশিরা স্ব;;স্তি বো;ধ করছেন। কারণ পুলিশের ভ;;য়ে সব সময় শ;ঙ্কায় থাকতেন।