এবার মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে লঞ্চ চলাচল ঠেকাতে এবার লঞ্চ ঘাট এলাকার পদ্মা নদীতে লোহার পাইপ দিয়ে বেড়া দিয়েছে নৌপুলিশ।
করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে অবৈধভাবে পারাপার ঠেকাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে স্পিডবোটের পর এবার লঞ্চ চলাচল বন্ধে এ পদক্ষেপ নিয়েছে মাওয়া নৌ-পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ঘাটের প্রবেশমুখে বাঁশ ও নদীর অংশে লোহার পাইপ দ্বারা ব্যারিকেড দিয়ে আটকে দেয় নৌ-পুলিশ। এতে ঘাটে লঞ্চের যাত্রী প্রবেশের সুযোগ থাকছে না।
এর আগে গতকাল ৫ মে বুধবার শিমুলিয়া স্পিডবোট ঘাটে বাঁশ, রশি, লাল ফিতা দিয়ে ব্যারাকেট দেয় নৌ পুলিশ। এ ব্যাপারে মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করায় লঞ্চ যোগাযোগ বন্ধ করাতে নদীর মধ্যে লোহার পাইপ দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে। এছাড়া ঘাট এলাকায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে।