দেখেনিন আইপিএল থেকে কত টাকা নিয়ে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)-এর খেলা শেষে আজ বিকালে দেশে ফিরছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ও বিমান যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ বিমানে করে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে তাদের বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টার ওয়াসিম খান। করনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এদিকে আসন্ন শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে রয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। দেশে ফিরেই এখনই নিজেদের বাড়িতে যেতে পারবেন না এই দুই ক্রিকেটার।

মূলত তারা ভারতে যায় টেস্ট সিরিজ বাদ দিয়ে, তবে পুরো আইপিএলে খেলার কথা ছিল না তাদের। আসন্ন ওয়ানডে সিরিজের আগেই তাদের দলের সাথে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এবারের আইপিএলের আসর নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেল তাই তারা ২ জনও অনেক আগে আগেই ফিরে আসছে বাংলাদেশে।

এবারের আইপিএলে খুব ভালো অবস্থানে নেই সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। মাত্র ২ টি জয় তাদের। পাশাপাশি সাকিব নিজেও ম্যাচ খেলতে পারে নি খুব বেশি, মাত্র ৩ টি ম্যাচে সুযোগ পায়। তবে মুস্তাফিজুর রহমান তাদের দলের হয়ে প্রতিটি ম্যাচেই অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচে অংশ নিয়ে তার উইকেট সংখ্যা ৮ টি।

ভিত্তিমূল্য ১ কোটি রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। ভারতীয় রুপি ১ কোটির হিসেবে বাংলাদেশী টাকায় এর পরিমান দাঁড়ায় প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ না খেললেও যেহেতু কর্তৃপক্ষ নিজেই টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে তাই সম্পূর্ন টাকাই পাচ্ছেন ক্রিকেটাররা।

নিলাম থেকে পাঞ্জাব কিংসের সাথে কাড়াকাড়ি করে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা।ভারতীয় রুপিতে ৩ কোটি ২০ লাখ এর হিসেবে বাংলাদেশী টাকায় এর পরিমান দাঁড়ায় প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। সবগুলো ম্যাচ না খেললেও এই টাকা পাচ্ছেন সাকিব।