উইঘু হ’ত্যাকা’ণ্ড: চীনের পক্ষে নরম সুর নিউজিল্যান্ডের

চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুরদের ওপর যে নি’র্যা’তন চালানো হচ্ছে বলে আন্তর্জাতিক মহলে দাবি করা হচ্ছে, তাকে ‘গ’ণহ’ত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়নি নিউজিল্যান্ড।

বুধবার (৫ মে) এ সংক্রান্ত একটি প্রস্তাব করা হলে সংসদে সেটি বাতিল হয়ে যায়। জার্মান গণমাধ্যম ডয়েচেভেলে জানায়, ‘গ’ণহ’ত্যার’ বদলে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ শব্দটি যুক্ত করা হয় প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের লেবার পার্টির আপত্তিতে।

এ বিষয়ে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা বলেন, ‘নিউজিল্যান্ড চীনের কাছে একাধিকবার উইঘুদের নিয়ে উদ্বেগ তুলে ধরেছে। কিন্তু গণহ’ত্যা শব্দটি আমাদের ব্যবহার করতে চায় না কারণ এটি গুরুতর আইনি অভিযোগের মধ্যে পড়ে।

গণহ’ত্যা’ বিষয়টি আন্তর্জাতিক অপরাধগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর এবং সঠিক বিশ্লেষণের মাধ্যমেই এর আনুষ্ঠানিকভাবে ফয়সালা হতে পারে। এদিকে কানাডা, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উইঘুর মুসলিমদের সঙ্গে চীনের আচরণকে সরাসরি গণহ’ত্যা হিসেবে অভিহিত করে আসছে ।

তবে দুই দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এটি মানতে নারাজ। আন্তর্জাতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, চীনের সঙ্গে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কই নেপথ্যে কাজ করছে।