আইপিএল বন্ধের প্রশংসা করে শোয়েব আখতারের খোঁচা

করোনা ভয়াবহতার মাঝে আইপিএল স্থগিত করার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শোয়েব আখতার। কিন্তু পাকিস্তান সুপার লিগের প্রসঙ্গ টেনে এনে খোঁচা মারতেও ভুলেননি। শোয়েবের মতে, এই পরিস্থিতিতে আইপিএল করার সিদ্ধান্তই ভুল ছিল। অবশ্য শোয়েব আইপিএল বন্ধের আগেই এমন কথা বলেছিলেন।

এরপর চাপের মুখে গত মঙ্গলবার আইপিএল মাঝপথেই বন্ধ করে দেয় বিসিসিআই। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘আইপিএল আয়োজন করা মোটেই যুক্তিযুক্ত ছিল না। আমরা পিএসএলে জৈব সুরক্ষা বলয় করেছিলাম, যেটা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। ভারতও একই কাজ করেছে এবং ব্যর্থ হয়েছে।

আমিরাত বা ইংল্যান্ডে এই জিনিস করা যায়। এখানে যারা হোটেলে কাজ করে তারাই নিরাপদ নয়। কারণ তারা জৈব বলয়ে থাকে না। আন্তর্জাতিক ক্রিকেট বলয়ে হতে পারে, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্ভব নয়। আর আইপিএল মোটেই কোনো ছোট টি-টোয়েন্টি লিগ নয়।’ এর আগে ‘আইপিএলে ক্রিকেটাররা টাকার জন্যে খেলতে আসে’- বলে ক্রিকেটারদের তুলোধনা করেছিলেন শোয়েব।

করোনার মাঝে এমন ক্রিকেট উৎসবেরও কঠোর সমালোচনা করেছিলেন। শোয়েব বলেছিলেন, ‘২০০৮ সাল থেকে সবাই বিশাল অঙ্কের রোজগার করে আসছে। এক বছর রোজগার না হলে কি খুব সমস্যা হবে? মানুষ মারা যাচ্ছে। তখন এই মহোৎসব চলতে পারে না। ভারতের জন্য এটা জাতীয় বিপর্যয়।’