সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়ায় নামাজ আদায়, ছবি ভাইরাল

তুরস্কের কারাকাসুতে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন হালিত নামে এক ব্যক্তি। এতে তার গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও সৌভাগ্যবশত তিনি সম্পূর্ণভাবে নিরাপদ থাকেন।

এ ঘটনায় তিনি আর দেরি করেননি, দুর্ঘটনাস্থলে গাড়ির পাশেই জায়নামাজ বিছিয়ে শুকরিয়া নামাজ আদায় করেন। স্থানীয় সময় বুধবার (৫ মে) ঘটে যাওয়া ওই ঘটনার ছবি তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তুরস্কের একটি অনলাইন মিডিয়ার খবরে বলা হয়, বনকর্মীদের বহনকারী একটি গাড়ির সঙ্গে হালিতের গাড়ির সংঘর্ষ হয়। জরুরি ব্রেক কষে রাস্তার পাশে ছিটকে যাওয়া থেকে রক্ষা পান তিনি। অলৌকিকভাবে তিনি একটু আহত হননি।

দুর্ঘটনায় তিনি ছাড়াও রক্ষা পেয়েছেন আরও ৮ ব্যক্তি। পরে হালিত মহাসড়কে পাশেই গাড়িতে থাকা জায়নামাজ বিছিয়ে শুকরিয়া নামাজ আদায় করেন। ঘটনাটি মুহূর্তেই তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সবাই আল্লাহর প্রতি হালিতের বিশ্বাস ও আনুগত্যের প্রশংসা করছে।