পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা ব্রিগেডের একেবারে ‘ভরাডুবি’ হয়েছে। তারকা ব্রিগেডের ধরাশায়ী ফলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ মে) এক বিস্ফোরক টুইট করেন বিজেপি নেতা তথাগত রায়।
তথাগত রায় তার বিস্ফোরক টুইটে পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীদের ‘নগরের নটী’ সম্বোধন করে নায়িকাদের প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, বর্ষীয়ান বিজেপি নেতার অভিযোগ আরও মারাত্মক!
তথাগত দাবি করেছেন, পায়েল-শ্রাবন্তীরা নাকি নির্বাচনের টাকা নিয়ে কেলি করে ভোটে হেরে ভূত হয়েছেন! যা নিয়ে পাল্টা মুখ খুলেছিলেন দলেরই নায়িকা প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই এবার তথাগত রায়কে তলব বিজেপির হাইকমান্ড। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এদিকে পদ্ম শিবিরের তিন নায়িকা-প্রার্থী পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীর উদ্দেশে তথাগতর এমন কটুক্তি কেউই ভালোভাবে নেননি। শোরগোল উঠেছে নেটমাধ্যমেও। উপরন্তু শ্রাবন্তী বর্ষীয়ান বিজেপি নেতার কাছে ‘টাকা নেওয়ার অভিযোগের’ প্রমাণ দাবি করেছেন।
পাশাপাশি বিনীতভাবে তথাগত রায়কে রাজনীতির পাঠ পড়িয়েছেন তারই দলের প্রার্থী পায়েল সরকার। স্পষ্ট জানিয়েছেন, ‘কেউ একদিনে রাজনীতিবিদ হয়ে যান না। আপনিও হননি!
চুপ থাকেননি তনুশ্রী চক্রবর্তী। বুধবারই (৫ মে) টুইটে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব মোদি, শাহ, কৈলাস-দিলীপদের সঙ্গে বৈঠক করে নালিশ জানানোর হুমকি ছুঁড়ে দিয়েছিলেন তিনি। পরিস্থিতি এতটাই চরমে ওঠে যে, শেষমেশ তথাগত রায়কে দিল্লি থেকে ডেকে পাঠালেন ভারতীয় জনতা পার্টির শীর্ষস্থানীয় নেতারা।