সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে টিকটক ভিডিও বানিয়ে আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খু;;ন করার হু;;ম;কি, লা;;শ খুঁ;জে না পাওয়া ও সাম্প্রদায়িক উ;স;কা;নি দেওয়াসহ নানা অভি;যোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) রাতে থানায় মামলাটি দায়ের করা হয়। পরে নি;রাপ;ত্তা হু;;ম;কিসহ এসব বিষয় নজরে আসার পর তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নূর আলম (২১) উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গর্জনতলী এলাকার মৃ;;ত শামসুল আলমের ছেলে।
এ ঘট;নায় উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বা;দী হয়ে ওই যু;ব;কের বি;রু;দ্ধে ডিজিটাল নি;রাপ;ত্তা আই;নে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল মো. নূর আলম তার নিজ নামীয় ‘মোহাম্মদ আলম নূর’ ও ফেসবুক পেজ ‘টিম উইথ এআর কক্স মিডিয়া’তে একটি ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে এক ব্যক্তি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেন বলেন, ‘শেখ হাসিনা আপনাকে যখন মা;;রা হবে, লা;;শটাও খুঁ;জে পাওয়া যাবে না, খোদার কসম’।
এজাহারে আরও বলা হয়, অভি;যুক্ত ওই যু;বক তার ফেসবুক পেজ গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে ২৫ এপ্রিল ২০২১ পর্যন্ত ৮টি লিংক ব্যবহার করে মিথ্যা, বা;নোয়াট ও ধর্মীয় উ;স;কা;নিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেশকে অস্থিতিশীল করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উস;কা;নি এবং ধর্মীয় অনুভূতিতে আ;;ঘা;ত দেয়ার শামিল।
এমনকি তার একটি ইউটিউব চ্যানেল থেকে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে হ;;ত্যার হু;;ম;কি, মা;নহা;নিকর মিথ্যা তথ্য প্রকাশ করে স্থানীয় বিভিন্ন দল তথা শ্রেণীর মানুষের মধ্যে শ;;ত্রু;তা, ঘৃ;ণা, বি;দ্বে;ষ সৃষ্টিসহ দেশের বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় অনু;ভূতিতে আ;;ঘা;ত করেছে।
মামলার বাদী চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে খু;;ন করার হু;;ম;কি ও ম;;রদে;;হ গু;ম করাসহ ওই যুব;কের রাষ্ট্রবি;রো;ধী কর্মকাণ্ড বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতিতে আই;ন-শৃঙ্খ;লার অব;ন;তি হওয়ার আ;;শ;ঙ্কা রয়েছে। তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরের সাথে পরামর্শ করে এই মামলাটি দায়ের করেছি। ওই যু;বকের রাজনৈতিক পরিচয় শনা;ক্তের চে;ষ্টা চলছে’।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘অভি;যুক্ত ওই যু;বকের বানানো টিকটক ভিডিওসহ বিভিন্ন ফেসবুক পোস্ট রাষ্ট্রের নি;রাপ;ত্তার জন্য চ;রম হু;;ম;কিস্ব;রূপ। তাই বিষয়টি নজরে আসায় এবং লিখিত এজাহার পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ডিজিটাল নি;রাপ;ত্তা আইনে মামলা নেওয়া হয়েছে।