১৫ দিনে বিশেষ ফ্লাইটে বিদেশ গেছেন ৬৫ হাজার প্রবাসী। কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে ভারতীয় কর্মী নিয়োগ বন্ধের সুফল পাচ্ছে বাংলাদেশ।
কাতারে ১০,৪৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৫,৫০১ জন, সৌদি আরবে ২১,৯৪৩ জন, দেশে ফিরেছেন ১৬,৭০৭ জন। বিদেশগামী কর্মীদের কাজে যাওয়ার জন্য সরকার ১৭ এপ্রিল থেকে পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু করে।
গত ১৫ দিনে বিশেষ ফ্লাইটে অন্তত ৬৫ হাজার কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে প্রধান গন্তব্য ছিল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় কর্মী নিয়োগ বন্ধ থাকায় বাংলাদেশের কর্মীদের সেখানে কাজের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ক’রো’না সংক্র’মণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ১৪ এপ্রিল থেকে বিদেশগামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছিল। প্রবাসী কর্মীদের কাজে ফেরত যেতে ১৭ এপ্রিল থেকে ৫টি দেশের ৮টি শহরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশেষ ফ্লাইট চালু করে।