দিনের পর দিন শিক্ষিকার ‘সর্বনা,শ’ করে গেছেন ছাত্রলীগ নেতা

বিয়ের প্র’লোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধxxণের অ’ভিযোগে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনির বিরু’দ্ধে মাম’লা দায়ের করেছেন ভুক্তভোগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা।

শনিবার রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থা’নায় এ মাম’লা করেন তিনি।

মাম’লার অ’ভিযোগে বলা হয়েছে, মেহেদি হাসান সিদ্দিকী রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিতপুর ফতেপুর গ্রামের আবু বক্করের পুত্র। এই মাম’লায় রনি ও এই অ’পকর্মে তার সহযোগী রনজিৎ ঘোস তাপস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, হামিদুল ইসলাম জিয়া এবং বেলালকে আ’সামি করে মাম’লা দায়ের করেছেন ভুক্তভোগী।

ওই শিক্ষিকা জানান, রনির সাথে পরিচয় হওয়ার পর বিভিন্ন সময় আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন রকম প্রস্তাব দিতেন এবং একপর্যায়ে রনি আমা’র সাথে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন এবং আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান। রনি আমা’র সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আমি তাকে বিয়ের প্রস্তাব দেই।

রনি তার হীন স্বার্থ চরিতার্থ করার মানসে তারা আমাকে নীলফামা’রী জেলার বন্ধু সজল কুমা’রের বাড়িতে নিয়ে যান এবং সেখানে ভুয়া কাজী দ্বারা আমা’র সাথে রনির বিয়ের কাবিননামা সম্পাদন করে।

সজলের বাড়িতেই নাটকীয় বাসরঘর সাজিয়ে রনি আমাকে রাতভর ধxxণ করে। এর পর রনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুধু বেড়াতে নিয়ে যান সহ’বাস করার জন্যই। এমনকি পাশের দেশ ভারতে নিয়ে যান এবং সেখানেও আমা’র সঙ্গে সহ’বাস করেন।

অ’ভিযোগে তিনি উল্লেখ করেন, এভাবে কিছু দিন যাওয়ার পর আমি রনির কাছে স্ত্রীর মর’্যাদার দাবি করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুনয় বিনয় করলে রনি আমাকে বলে তার ছাত্র রাজনীতির পদপদবি ও মর’্যাদার কারণে আরো কিছু দিন দেরি করিতে হবে। রনি আমাকে বিভিন্ন প্র’লোভন দেখিয়ে আমা’র কাছ থেকে ১৮ লাখ টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে।

শিক্ষিকা অ’ভিযোগে আরও জানান, গত ৫ জুন রাতে নগরীর কেরানী পাড়াস্থ ভাড়া বাসায় রনি আসে এবং আমা’র সাথে রাত্রী যাপন করে। সে রাতে আমি তাকে তার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করি। সে দলীয় ব্যাপারে ২০ লাখ টাকা লাগবে বলে আমাকে জানান।

আমি রনিকে টাকা দেওয়ার কথা অ’স্বীকার করলে রনি আমাকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না করার জন্য হু’মকি প্রদান করেন এবং সে বলে তার সাথে আমা’র কোনো সম্পর্ক নাই বা অতীতেই ছিলো না বলে জানায়।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থা’নার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর র’শিদ জানান, এ ঘটনায় থা’নায় একটি মাম’লা দায়ের হয়েছে। তদ’ন্ত সা’পেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।