টিকা নেয়ার পর যেসব লক্ষণ থাকলে বুঝবেন কাজ করছে ভ্যাকসিন

করোনাভাইরাসের টিকা নেয়ার পর ভ্যাকসিন কাজ করছে কি না তা কিছু লক্ষণে দেখে বোঝা যায়। টিকা নেওয়ার পর শরীরে এই লক্ষ্মণগুলো দেখলে বুঝবেন, কাজ শুরু করে দিয়েছে ভ্যাকসিন। আর চিন্তার কিছু নেই।

০১. আমেরিকার চিফ মেডিকেল অফিসার অ্যান্টনি ফাউচি জানান, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর যদি আপনার ব্যথা থাকে, কিংবা শীত শীত অনুভূতি হয়, তাহলে বুঝবেন আপনার ইমিউনিটি সিস্টেম কাজ করা শুরু করে দিয়েছে।

০২. আরও ভালভাবে বললে, টিকা যে হাতে নিয়েছেন, সেই জায়গায় যদি ব্যথা হয়। আপনি ক্লান্তি অনুভব করেন। সর্দি ও জ্বরের মতো যদি উপসর্গ দেখা দেয়, তাহলে ভয় পাবেন না। বুঝে যাবেন টিকা কাজ শুরু করে দিয়েছে।

০৩.‌ খোদ অ্যান্টনি ফাউচি টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ক্লান্তি ও শীত শীত অনুভব করেছেন। কিন্তু তা একদিনে ঠিক হয়ে গেছে।৫.‌ সবচেয়ে বড় কথা ক্লান্তি বা জ্বর এলেও টিকা নেওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম নিন। তরল পদার্থ বেশি করে খান। টিকা দেওয়ার জায়গায় ব্যথা করলে বরফ লাগিয়ে নিন।