গণপরিবহন চালুর দাবিতে স’রকারকে আল্টিমেটাম

সড়ক পরিবহন মালিক সমিতির। এদিন স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে রাজধানীর সায়েদাবাদে বি’ক্ষো’ভ মিছিল করছে পরিবহন শ্র’মিকরা।আজ রোববার (২ মে) সকাল ১০টার পর থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে জড়ো হতে থাকে পরিবহন শ্র’মিকরা।

জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্র’মিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্র’মিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এছাড়া ৪ মে সারাদেশে জে’লা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

শ্র’মিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা।
২. সড়ক পরিবহন শ্র’মিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।

৩. সারাদেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্র’মিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।
জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্র’মিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্র’মিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এছাড়া ৪ঠা মে সারাদেশে জে’লা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

এর আগে দেশে কোভিড-১৯ ভাই’রাসের দ্বিতীয় ঢেউ মো’কাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনি’ষেধ দেয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতা কারণে পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের ক’ঠোর বিধিনি’ষেধ।

এটি কার্যকর করতে স’রকারের ১৩ দফা বিধিনি’ষেধে বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ও’ষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, ম’রদে’হ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

৩. সারাদেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্র’মিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।
জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্র’মিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্র’মিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এছাড়া ৪ঠা মে সারাদেশে জে’লা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

এর আগে দেশে কোভিড-১৯ ভাই’রাসের দ্বিতীয় ঢেউ মো’কাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনি’ষেধ দেয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতা কারণে পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের ক’ঠোর বিধিনি’ষেধ।

এটি কার্যকর করতে স’রকারের ১৩ দফা বিধিনি’ষেধে বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ও’ষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, ম’রদে’হ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।