চার্টার্ড বিমানে দেশ ছেড়ে দুবাই গেলেন বসুন্ধরার এমডির স্ত্রী-সন্তান

চার্টার্ড বিমানে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তানসহ পরিবারের কয়েক সদস্য। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মোসারাত জাহান মুনিয়াকে আ;ত্মহ;;ত্যায় প্ররো;চনার অভি;যোগে আনভীরের বি;রু;দ্ধে মামলা হওয়ার তিনদিনের মাথায় দেশ ছাড়লেন তারা। আনভীর এ মামলার একমাত্র আ;সা;মি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বুধবার একটি বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়েছেন আনভীরের পরিবারের কয়েকজন সদস্য। আজ তাদের দেশ ছাড়ার কথা।

ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেলে রওনা দেয় বলে জানা গেছে। যার গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর।

চার্টার্ড ফ্লাইটে সদস্য ছিলেন আটজন। যাত্রী তালিকা অনুযায়ী দেশ ছেড়েছেন সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান ও তাদের মেয়ে। এছাড়া দুই পরিবারের তিনজন গৃহকর্মী ডায়ানা হার্নানডেজ চাকানান্দো, মোহাম্মদ কাদের মীর ও হোসনে আরা খাতুন। এর আগে দেশ ছেড়েছেন আনভীরের ছোট ভাই সাফওয়ান সোবহানও।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান দুই নম্বর অ্যাভিনিউয়ের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বি/৩ ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝু;;ল;ন্ত লা;;শ উ;দ্ধা;র করে পুলিশ। এ ঘটনায় আ;ত্মহ;;ত্যার প্ররোচ;নার অভি;যোগ এনে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের বি;রু;দ্ধে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মামলার পর ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আনভীরের দেশত্যাগে নি;ষে;ধাজ্ঞা জা;রি করেন আদালত। এরই মধ্যে আনভীরও দেশ ছেড়েছেন বলে গুঞ্জ;ন ছড়িয়েছে।