মুনিয়াকে নিয়ে ‘চাঞ্চ*ল্যকর’ ত’থ্য দিল তার ‘আপন ভাই’

কুমিল্লা নগরীর উজির পুকুরপাড়স্থ মুনিয়াদের সেতারা সদন বাসায় মঙ্গলবার সকালে দেখা গেল সুনসান নীরবতা। শুধু মাত্র মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ ও তার স্ত্রী’ বাসায়। সারা রাত কা’ন্নার কারণে তাদের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে।

সাংবাদিক পরিচয় পেয়েই মুনিয়ার বড় ভাই সবুজ জানতে চান ভাই, আমা’র বোনের হ’ত্যা’র বি’চা’র পাব কি না। আমা’র আ’ত্ম’প্র’ত্য’য়ী বোন কখনো আ’ত্ম’হ’ত্যা করতে পারে না।বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ও কাজী সেতারা বেগম দম্পতির তিন সন্তান। বড় ছে’লে আশিকুর রহমান। মেজ মে’য়ে নুসরাত জাহান ও ছোট মে’য়ে মুশারাত জাহান মুনিয়া।

মুশারাত জাহান মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান জানান, তিনি একটি ও’ষুধ কো’ম্পা’নিতে চাকরি করেন। তাদের বাবা-মা কেউ বেঁ’চে নেই।তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মা সেতারা বেগম ছিলেন সোনালী ব্যাংকের ক’র্ম’ক’র্তা। মেজ বোন নুসরাত জাহান গৃ’হিণী।

থাকেন কুমিল্লায়। ছোট বোন মুশরাত জাহান কুমিল্লা মডার্ন স্কু’লের শি’ক্ষার্থী ছিলেন। পাঁচ বছর আগে ঢাকায় চলে যান।গত বছর এসএসসি পাস করেন। পরে ভর্তি হন মিরপুর ইস্পাহানি স্কু’ল অ্যান্ড ক’লেজে। ম’ডেলিং ও অ’ভি’নয়ের সঙ্গে যু’ক্ত ছিলেন। তবে খুব ভালো ছবি আঁকতে পারতেন।