১০ বছরের জে’ল হতে পারে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের

শিল্পপতি এবং বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর এখন আ;ত্মহ;;ত্যায় প্ররো;চনার মামলার প;লাত;ক আ;সা;মি৷ তার দেশত্যাগেও আদালত নি;ষেধা;জ্ঞা দিয়েছে৷

কিন্তু মা;মলার পর দুইদিন চলে গেলেও তাকে গ্রেপ্তার করা হয়নি৷ সায়েম সোবহানেরও দেশ ত্যাগের গু;জ;ব থাকলেও পুলিশ বলছে সে দেশেই আছে৷ আইনজীবীরা বলছেন, যে ধারায় মামলা হয়েছে তাতে সায়েম সোবহানকে গ্রেপ্তারে কোনো ওয়ারেন্টের প্রয়োজন নাই৷ সাধারণ কেউ হলে পুলিশ হয়ত গ্রেপ্তার করে ফেলত৷

গত সোমবার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার সিলিং ফ্যানের সঙ্গে ঝু;ল;;ন্ত লা;;শ উ;দ্ধা;র করা হয়৷ সায়েম সোবহান আনভীর ওই বাসায় আসা যাওয়া করতেন৷ মামলার এজাহারে নি;;হ;তের বড় বোন নুশরাত জাহান অভি;যোগ করেছেন সায়েম সোবহানের সাথে মুনিয়ার সম্পর্ক ছিলো৷ সায়েম সোবহানই তাকে আ;ত্মহ;;ত্যায় প্র;রো;চনা দিয়েছেন৷

দ;ণ্ডবি;ধির ৩০৬ ধারায় মামলাটি করা হয়েছে৷ আর এই ধারায় বলা হয়েছে কাউকে যদি কেউ আ;ত্মহ;;ত্যায় প্ররো;চনার অ;প;রা;ধ প্রমাণিত হলে সর্বোচ্চ শা;;স্তি ১০ বছরের কা;রাদ;ণ্ড৷ এর সঙ্গে অর্থ দ;ণ্ডও হতে পারে৷ সুপ্রিম কের্টের আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, দ;ন্ডবি;ধির ১০৭ ধারায় এই প্ররো;চনার ব্যাখ্যা আছে৷ আর তা হলো-১. কোনো অ;প;রা;ধমূলকাজে হু;কু;ম দেয়া বা অ;প;রা;ধ করতে উ;দ্বু;দ্ধ করা৷ ২. কোনো একটি অ;প;রা;ধের ষ;ড়য;ন্ত্র করা এবং ৩. কাউকে কোনো অ;পরা;ধ করতে ইচ্ছাকৃতভাকে সহা;য়তা করা৷

দ;ণ্ডবিধির ৩০৯ ধরায় কোনো ব্যক্তি যদি আ;ত্মহ;;ত্যার চে;ষ্টা করেন তাহলে তার শা;;স্তির বিধা;ন আছে৷ সর্বোচ্চ এক বছরের কা;রাদ;ণ্ড৷ এর সঙ্গে অর্থদ;;ণ্ডও হতে পারে৷ তবে কেউ আ;ত্মহ;;ত্যা করে ফেললে তাকে আর শা;;স্তির আওতায় আনার সুযোগ থাকে না৷ সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী ইশরাত হাসান জানান,‘‘ কোনো ব্যক্তিকে যদি এমনভাবে অ;প;মা;ন করা হয় বা চাপ প্রয়ো;গ করা হয় যা তাকে আ;ত্মহ;;ত্যায় বা;ধ্য করে তাহলে সেটা প্ররো;চনা হিসেবে গণ্য করা হবে৷”

ইশরাত হাসান জানান,” যদি কোনো নারী যৌ;;ন হ;য়রা;নি, স;;ম্ভ্র;মহা;নি ও ধ;;র্ষ;ণের শি;কা;র হয়ে পরবর্তীতে আ;ত্মহ;;ত্যা করেন তাহলে এর বিচার হবে নারী ও শিশু নি;র্যা;;ত;ন দ;ম;ন আইনের ৯(ক) ধারায়৷ এখানেও সর্বোচ্চ শা;;স্তি ১০ বছরের কা;রাদ;ণ্ড৷ কিন্তু সর্বনিম্ন শা;;স্তি পাঁচ বছরের কম কা;রাদ;ণ্ড হতে পারবেনা৷”

আইনজীবীরা বলছেন,” মামলাটি আ;ত্মহ;;ত্যার প্ররোচ;নার না হয়ে অস্বাভাবিক মৃ;;ত্যুর হতে পারত৷ কারণ এটা আ;ত্মহ;;ত্যা না হয়ে হ;;ত্যাও তো হতে পারে৷ তাই ময়;না তদ;ন্ত ,ফরে;নসিক প্রতি;বেদন ও ভিসেরা প্রতিবেদন দেখে সিদান্ত নেয়া যেত এটা হ;;ত্যা না আ;ত্মহ;;ত্যা৷ আর তখন আ;ত্মহ;;ত্যা হলে প্ররো;চনার বিষয়টি এমনিতেই আসত৷”

মামলার এজাহারটি কৌশ;লে দু;র্ব;ল করা হয়েছে বলে মনে করেন আইনজীবী ইশরাত হাসান৷

কিন্তু ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী দাবি করেন,” আ;ত্মহ;;ত্যা ও প্ররো;চনার বিষয়টি স্প;ষ্ট হওয়ায় ওই মামলা নেয়া হয়েছে৷ তবে ভিসেরা, ময়না তদন্ত ও সুরতহাল মি;লিয়ে হ;;ত্যা প্রমাণ হলে চা;র্জশি;টে ধারা পরিবর্তন করে হ;;ত্যা মামলায় রূপান্তর করা যাবে৷ আ;ইনে কো;নো বা;ধা নেই৷”

সায়েম সেবহানকে গ্রেপ্তারে আইনে কেনো বা;ধা নেই স্বীকার করে তিনি বলেন,” আমরা চাচ্ছি শক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় নিয়ে আসতে৷ আমরা সে কাজ করছি৷ তাই সময় নেয়া হচ্ছে৷ মুনিয়ার ছয়টি ডায়েরি পেয়েছি৷ তার ইলেকট্রনিক ডিভাইস, সিসি ক্যামেরার ফুটেজ, ছবিসহ আরো অনেক আলামত আছে আমাদের হাতে৷

আর তার বাসা ভাড়া এক লাখ টাকা কে দিত? সব মিলিয়ে সে কেন আ;ত্মহ;;ত্যায় বা;ধ্য হয়েছে তা আমরা নিশ্চিত হতে চাচ্ছি৷” সায়েম সোবহান যদি দেশের বাইরে পা;লি;য়ে যান? এর জবাবে তিনি বলেন,” আমরা সব কিছু চেক করে দেখছি তিনি দেশেই আছেন৷ আশা করি পা;লা;তে পারবেন না৷”

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সংবাদ মাধ্যমকে বলেন,” মুনিয়ার মৃ;;ত্যুর ঘটনায় কারুর কোনো অ;প;রা;ধ থাকলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে৷”

সায়েম সোবহান বা তার পক্ষ থেকে কেউ এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি৷