মালয়েশিয়ার ট্রেনে না’রীর সামনে হ’স্তমৈ’থুনের দায়ে বাংলাদেশি গ্রে’ফতার

মালয়েশিয়ায় হালকা রেলওয়ে ট্রানজিট (এলআরটি) মেট্রোরেলে ভ্রমন করার সময় ট্রেনের ভিতরে এক নারীর সামনে যৌ’না’ঙ্গ প্রদর্শন ও হ’স্তমৈ’থুনের দায়ে ২৯ বছর বয়সী এক বাংলাদেশি যুবক কে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

২০ বছর বয়সী এক নারীর সামনে হ’স্ত’মৈথুন করার পর ঐ নারীর অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি যুবক কে গ্রেফতার করার পর তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে পুলিশ বাংলাদেশি যুবকের নাম ঠিকানা প্রকাশ করেনি। মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয় এর আগে দেশটির সুবাংজায়া এলাকার আলমমেগাহ রেলস্টেশন থেকে তামান মেলাওয়াতি ট্রেন স্টেশনে যাচ্ছিলেন ভুক্তভোগী ঐ নারী। ট্রেনের ভিতরে উভয়ে মুখোমুখি আসনে বসেছিলেন। তখন যুবকটি তার সামনেই যৌ’না’ঙ্গ প্রদর্শন করে হ’স্ত’মৈথুন করে তাকে যৌ’ন হয়রানি করেন।

পরে সাথে সাথে দায়িত্বরত পুলিশ কে বিষয়টি জানালে পুলিশ যুবক কে গ্রেফতার করে। সুবাংজায়া জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার আবদুল খালিদ ওথমান জানিয়েছেন , রবিবার রাত সাড়ে ৯ টায় ২৯ বছরের বয়সী বাংলাদেশি যুবক কে ইউএসজে এলআরটি স্টেশনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

অভিযোক্ত যুবক কে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সুবাং জয়া জেলা পুলিশ সদর দফতরের ফৌজদারি তদন্ত বিভাগের এক পুলিশ সদস্যের হাতে সোপর্দ করা হয়েছে এবং তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি জানান আরো বলেন, সন্দেহভাজনকে রবিবার থেকে ৮ মে পর্যন্ত ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

“দণ্ডবিধির ৫০৯ ধারা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩ এর ধারা (১) এর (গ) উপধারায় মামলাটি তদন্ত করে অভিযোগ গঠন করা হচ্ছে।