সন্তান ভূ;মিষ্ঠ হওয়ার পর কোলে নিতে পারলেন না মা, নিয়ে গেল অপরি;চিত নারী

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে সি;;জা;রের তিন ঘণ্টা পর এক মেয়ে ন;বজা;তক চু’;রির ঘট;না ঘ;টেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে ন;বজা;তকটি চু;রির ঘট;না ঘ;টে।

ন;বজা;তকটির নানী রহিমা বেগম জানান, বিকাল ৩টার দিকে তার মেয়ের একটি কন্যা সন্তান হয়। মাগরিবের আযানের সময় হাসপাতালে বসে থাকা এক না;রীর কাছে নাতনীকে ধ;র’তে দেন তিনি। এরপর তিনি ওযু করে পাশের একটি ক’ক্ষে নামাজ পড়তে যান। এসে দেখেন সেই মহিলা আর নেই। তার নাতনীকে নিয়ে চলে গেছে।

ন;বজা;তক’টির বাবা মনিরুল ইসলাম জানান, অনেক খোঁ;জাখুঁ;জি করেছি কিন্তু এখনো পাওয়া যায়নি। তিনি কালীগঞ্জ থানায় একটি অ’ভি;যো’গ দিবেন বলে জানান। ওই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল হামিদ জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে ডা. প্রবীর কুমার ও ডা. প্রফুল্ল কুমার মজুমদার সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দ;ম্প’তির একটি কন্যা সন্তান জন্ম নেয়।

মা ও ন;বজা;তক সুস্থ ছিল। তাদের বাড়ি উপজেলার বলিদাপাড়ায়। মাগরিবের আজানের সময় নাকি ন;বজা;তকটি চু’;রি হয়েছে শুনেছি। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি শুনে ঘ;টনাস্থ;লে পুলিশ পা;ঠানো হয়েছে। নব;জাত;ক উ’দ্ধা’রে পুলিশ আন্ত;রিকভাবে কাজ করবে।