‘আ;ত্মহ;;ত্যা নয়, মুনিয়াকে হ;;ত্যা করা হয়েছে’

রাজধানীর গুলশানে বি;লাসব;হুল একটি ফ্ল্যাট থেকে মৃ;;তদে;হ উ;দ্ধা;র হওয়া তরু;ণী মোসারাত জাহান মুনিয়া আ;ত্মহ;;ত্যা করেনি বলে দাবি করেছেন তাঁর ভগ্নিপতি মিজানুর রহমান। তিনি বলেন, মুনিয়া আ;ত্মহ;;ত্যা করেনি, তাঁকে হ;;ত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ম;;র্গের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন মিজানুর রহমান। এই সময় মুনিয়ার বোন নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলশান-২-এর ১২০ নম্বর রোডের ১৯ নম্বর ভবনের ৩/বি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এইচএসসি পড়ুয়া ওই ত;রু;ণীর মৃ;;তদে;হ উ;দ্ধা;র করে পুলিশ। মুনিয়ার বাবা বীর মুক্তিযো;;দ্ধা মৃ;;ত শফিকুর রহমান। তাঁর বাড়ি কুমিল্লার উজির দিঘিরপাড় এলাকায়।

পুলিশ জানিয়েছে, এক লাখ টাকা ভাড়ায় মাস দুই আগে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলো মুনিয়া। তবে ফ্ল্যাটে ওই ত;রু;ণী একাই থাকতেন বলে তথ্য পেয়েছে গুলশান পুলিশ।

ফ্ল্যাট থেকে ওই ত;রু;ণীর লা;;শ উ;দ্ধারের ঘট;নায় গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে গুলশান থানায় মুনিয়ার বোন নুসরাত জাহান বা;দী হয়ে মামলা দায়ের করেছেন। মাম;লায় আ;ত্মহ;;ত্যায় প্ররো;চনার অভি;যোগ আ;না হয়েছে। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আ;সা;মি করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ ওই ত;রু;ণীর মৃ;;তদে;হ ময়;নাতদ;ন্তের জন্য ঢামেক হাসপাতালের ম;;র্গে পাঠায়। মঙ্গলবার দুপুরে ঢামেকের ফ;রেন;সিক প্রধান মোহাম্মদ মাকসুদ প্রাথমিক তদন্ত শেষ করেছেন বলে জানা গেছে। যদিও তিনি গণমাধ্যমের সংগে কোনো কথা বলতে রাজি হননি। বিকালে মুনিয়ার মৃ;;তদে;হ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে।

ম;;র্গের সামনে উপস্থিত সাংবাদিকদের সংগে মুনিয়ার বোন নুসরাত জাহান ও ভগ্নিপতি মিজানুর রহমান কথা বলেন।

মিজানুর রহমান ক্ষো;;ভ প্রকাশ করে বলেন, তার শ্যালিকা (মুনিয়া) আ;ত্মহ;;ত্যা করে নি। তাঁকে হ;;ত্যা করা হয়েছে। দু’দিন আগেও তার সংগে কথা বলেছি। আ;ত্মহ;;ত্যা করবে এমন কোনো মোটিভেশন ছিলো না। তাই আমাদের মনে হচ্ছে, তাঁকে হ;;ত্যা করা হয়েছে। এখন আমরা ফ;রেনসি;ক রি;পোর্টের অপেক্ষা করবো।