বর করোনা আক্রান্ত- তাই কন্যাকে শাড়ি, গয়নার বদলে পিপিই কিট পরিয়ে বিয়ে

পরনে থাকার কথা ছিল শাড়ি, গয়না। কিন্তু করোনা পরিস্থিতি বদলে দিল কনের সাজসজ্জা। শাড়ির বদলে বেছে নিতে হল পিপিই কিটকে। আর কনের বেশে এইভাবে হাসপাতালে হাজির হলেন যু;বতী। যাবতীয় বিধি মেনে কোভিড ওয়ার্ডেই করোনা আ;ক্রান্ত যু;বকের সঙ্গে বিয়ে সারলেন।

একজন করোনা আক্রান্ত। আরেকজনের পরনে পিপিই কিট। কিন্তু বিয়ে করতে হবে নি;র্ধারিত দিনেই। তাই কোভিড ওয়ার্ডেই বিয়ে সারলেন যুবক যু;বতী। ঘটনা কেরলের আলাপ্পুঝার। আলাপ্পুঝার কৈনাকারির বাসিন্দা শরৎ মন এবং অভিরামি। দিনকয়েক আগে শরৎ মনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এরপর তাঁকে ভর্তি করা হয় আলাপ্পুঝার মেডিক্যাল কলেজে। ওই করোনা ওয়ার্ডে পিপিই কিট পরে হাজির হয়েছিলেন পাত্রী। সেখানেই দুজনের চার হাত এক হল।শাড়ির বদলে কনের সাজ পিপিই কিটে, কোভিড ওয়ার্ডে এক হল চার হাত

বিদেশে একটি নামজাদা সংস্থায় চাকরি করেন শরৎ। বিয়ের জন্যই ফিরেছিলেন নিজের বাড়িতে। আর বিয়ের প্রস্তুতির মধ্যেই করোনা আ;ক্রান্ত হন তিনি। পরে ওই যুব;কের মায়ের করোনা আক্রান্ত হন। দুজনকেই ভর্তি করা হয় আলাপ্পুঝার মেডিক্যাল কলেজে। এই আবহে আত্মীয় এবং পরিবারের সবার উপস্থিতিতে বিয়ে হয়।

কিন্তু করোনাকালে কোভিড ওয়ার্ডে কীভাবে সম্ভব হল এই বিয়ে? জানা গিয়েছে, যাবতীয় কোভিড বিধি মেনেই বিয়ের আয়োজন করা হয়। জেলা শাসক সহ সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল বলে খবর। কোভিড ওয়ার্ডে দুই পরিবারের সদস্য়রা পিপিই কিট পরেই উপস্থিত ছিল। সারা দেশজুড়ে যেখানে আ;;ত;ঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। সেই আবহে এক অনন্য ঘট;নার সাক্ষী থাকল দেশ।