‘লক্ষ কোটি টাকায় মূর্তি বানাচ্ছে, কিন্তু ভ্যাকসিনে খরচ করতে পারছে না’

এবার ভা’রতের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী মমতা বলেছেন, ‘লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে সংসদ ভবন আর মূর্তি বানাচ্ছে। আর মানুষকে ভ্যাকসিন দিতে কেন্দ্রীয় সরকার ২০ হাজার কোটি টাকা খরচ করতে পারছে না।’

আজ শুক্রবার দুর্গাপুরে এক ভা’র্চুয়াল জনসভায় এসব কথা বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ সময় তিনি বলেন, ভা’রতের মোট ভ্যাকসিনের ৬০ শতাংশ পেয়েছে গুজরাট। বাকিরা পেয়েছে মাত্র ১৫ শতাংশ। গুজরাটে ক্ষমতাসীন বিজেপির পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাদের কাছে অক্সিজেনের ২০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে। শিল্পের জন্য উৎপাদিত অক্সিজেনের পুরোটা আম’রা স্বাস্থ্যে নিয়ে নিয়েছি।’

মমতার অ’ভিযোগ, ‘কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মা’রতে চায়। তাই অক্সিজেন দিচ্ছে না। পশ্চিমবঙ্গের অক্সিজেন উত্তর প্রদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’তিনি আরও বলেন, কেন্দ্রের অবহেলার জন্যই আজ দেশে করো’না পরিস্থিতি ভ’য়াবহ আকার ধারণ করেছে। গত ৭ মা’র্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছিলেন, করো’না বিদায়ের পথে। তাদের কাছে কি কোনও খবর ছিল না? ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালেই সমস্ত দেশকে অক্সিজেনের ভাণ্ডার মজুত রাখতে বলেছিল।