চার বছর জে’ল হতে পারে মামুনুল হকের

প্রথম বিয়ে ছাড়া দুই জান্নাতকেই কন্ট্রাকচ্যুয়াল (চুক্তিভিত্তিক) বিয়ে করেছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই ডি;ভোর্সি নারীকে বিয়ে করেছিলেন বলে রি;মা;ন্ডে তদন্তসংশ্লিষ্টদের কাছে দাবি করেন মামুনুল। রিসোর্টকা;ণ্ডের ঘটনায় শুরুতেই বিয়ের কথা স্বীকার করলে প্রথম স্ত্রী আমেনা তৈয়বা বড় ধরনের কা;ণ্ড ঘ;টিয়ে ফেলতেন বলে তার ধারণা ছিল। এ কারণে তৎক্ষণাৎ স্বীকার করেননি।

গ্রেপ্তারের পর জি;জ্ঞাসাবাদের প্রথম দিনই অন্য গুরুত্বপূর্ণ অনেক তথ্যের সঙ্গে এসব কথা বলেছেন মামুনুল। তবে এখন পর্যন্ত মামুনুল প্রথম বিয়ে ছাড়া বাকি দুই বিয়ের সপক্ষে কোনো আইনী প্রমাণ দেখাতে পারেননি বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ অবস্থায় তার দুই বিয়ের বৈধতা-অবৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন আইন অনুযায়ী, কাবিন হলো বিয়ের আইনী দলিল। মুসলিম পারিবারিক আইনে বিয়ের নিবন্ধন একটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। নিবন্ধন ছাড়া স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রমাণ করা ক;ঠিন। বিয়ের নিবন্ধন না থাকা দেশের আইনে একটি শা;;স্তিযো;গ্য অ;প;রা;ধ। এই অপরাধে দুবছর বিনাশ্রম কা;রাদ;ণ্ড ও তিন হাজার টাকা জ;রিমা;না বা উভয় দ;ণ্ড হতে পারে।

বিবাহ রেজিস্ট্রেশন আইন : বিবাহ রেজিস্ট্রেশন হচ্ছে সরকারিভাবে বিবাহকে তালিকাভুক্তি করা। সরকারের নির্ধারিত ফরমে বিবাহের তথ্যবলী দিয়ে এই তালিকাভুক্তি করতে হয়। তালিকাভুক্তি ফরমটিকে কাবিননামাও বলে। ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন অনুযায়ী প্রতিটি বিবাহ সরকার নির্ধারিত কাজী বা নিকাহ্ রেজিস্ট্রার দ্বারা রেজিস্ট্রেশন করা বা;ধ্যতামূলক।

১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইনটি ২০০৫ সালে সংশোধনী আনা হয় এবং বিবাহ রেজিস্ট্রেশন না করাকে অ;প;রা;ধ হিসেবে গ;ণ্য করা হয়। ওই সংশোধনীতে বলা হয়েছে, নিকাহ্ রেজিস্ট্রার বা কাজী বিবাহ সম্পন্ন হবার সঙ্গে সঙ্গেই বিবাহ রেজিস্ট্রেশন করবেন অথবা তিনি ছাড়া অন্য কেউ বিবাহ সম্পন্ন করলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট নিকাহ্ রেজিস্ট্রার বা কাজীর নিকট বিবাহের তথ্য প্রদান করতে হবে এবং কাজী উক্ত তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিবাহ রেজিস্ট্রি করবেন।

যদি কেউ বিবাহ রেজিস্ট্রেশনের এসব বিধান লঙ্ঘন করেন তাহলে তার ২ (দুই) বছর বিনাশ্রম কা;রাদ;ণ্ড বা ৩০০০ (তিন হাজার) টাকা জরিমানা বা উভয়দ;ণ্ড হতে পারে। আইন অনুযায়ী কেউ যদি রেজিস্ট্রেশন বিষয়ে ভু;ক্তভো;গী হয়ে থাকেন তবে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের কাছে অভি;যোগ দায়ের করতে পারেন। উল্লেখ্য যে, রেজিস্ট্রেশন না হলে বিবাহ বা;তিল হয় না, তবে আইনগত অধিকার থেকে ব;ঞ্চি;ত হবার সম্ভাবনা থাকে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, বিবাহ রেজিস্ট্রি আইন অনুযায়ী মাওলানা মামুনুল হকের বি;রু;দ্ধে তার ‘চুক্তিভিত্তিক’ দুই স্ত্রী অধি;কার প্রতি;ষ্ঠিত করার জন্য প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট কোর্টে অভি;যোগ দায়ের করতে পারবেন। অভি;যোগের পরিপ্রেক্ষিতে তিনি যদি বৈধ কাগজপত্র (কাবিননামা) দেখাতে না পারেন, তাহলে মুসলিম বিবাহ আইন অনুযায়ী তিনি দুই বছর বিনাশ্রম কা;রাদ;ণ্ড অথবা তিন হাজার টাকা জ;রিমানা অথবা উভয় দ;ণ্ডে দ;ণ্ডি;ত হবেন। এক্ষেত্রে কাগজপত্রহীন দুই বিয়ের জন্য ৪র বছর বিনাশ্রম কা;রাদ;ণ্ড হতে পারে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দাদের মামুনুল জানিয়েছেন, যে দুটি বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে ওই দুই নারীর সঙ্গে অনেক দিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছেন তিনি। তবে বিয়ে সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তার কাছে নেই। কাবিনও নেই। ওই দুই নারীর ডি;ভোর্স হওয়ায় মানবিক দৃ;ষ্টিভ;ঙ্গি নিয়েই তাদের দিকে এগিয়ে যান তিনি।

একজনকে মোহাম্মদপুরের একটি মাদরাসায় চাকরিও দিয়েছেন। তাদের সঙ্গে শর্ত ছিল বিয়ে প্রকাশ করা যাবে না। আত্মীয়স্বজন ও সমাজের কাছে তাদের প্রতিষ্ঠিত করা হবে না। তবে ভ;রণপো;ষণ দেওয়া হবে। কাগজপত্র ও কাবিন না থাকা সত্ত্বেও বিয়ে কিভাবে বৈধ হলো, এমন প্রশ্নের উত্তরে অসং;লগ্ন কথা বলেছেন মামুনুল হক।

সংশ্নিষ্ট একজন কর্মকর্তা বলেন, এরই মধ্যে তিনি মান;সিকভা;বে ভে;ঙে পড়েছেন। ভেতরে-বাইরে তিনি দ্বৈত চরিত্রের অধিকারী- এটি প্রকাশ হয়ে যাওয়ার পর থেকে তার মধ্যে হ;তা;শা তৈরি হয়েছে। বিশেষ করে কথিত বিয়ের কা;হিনি ফাঁ;;স হওয়ার পর থেকে ঘরে-বাইরে চা;পে আছেন তিনি। হেফাজতের ভেতরেও একটি অংশ তার কর্মকা;ণ্ড নিয়ে ক্ষু;ব্ধ।

জানা যায়, রিসোর্টকা;ণ্ডের পর এসব বিয়ে প্রকাশ পেলে এতে ক্ষি;প্ত হয়ে প্রথম স্ত্রী তিন সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। আর এ ঘটনায় প্রথম স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের কাছে বি;রাগভা;জন হওয়ায় নারায়ণগঞ্জ থেকে ফিরে বাসায়ও যাননি তিনি।