আলোচিত কাতার প্রবাসী মোহাম্মদ আলী হঠাৎ ব্রেই;ন স্ট্রো;ক করেছে।

অতি দুঃ;খের স;হিত জানাচ্ছি, কাতার প্রবাসী মোহাম্মদ আলী হঠাৎ ব্রে;ইন স্ট্রো;ক করে মা;রা;ত্ম;ক অসু;স্থ হয়ে পড়েছেন।দীর্ঘ সারে তিন বছর যাবত কাতার প্রবাসী মোহাম্মদ আলীর পাসপোর্ট জ;ব্দ করে রেখেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।

পাসপোর্ট ফিরে পেতে আদালতের সরনাপন্ন হয়েছিলেন এবং আদালত মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার রায় দিলেও দূতাবাস রায় অমান্য করে পাসপোর্ট ফেরত না দিয়ে মোহাম্মদ আলীকে বিভিন্ন সময়ে হ;য়;রা;নি করত। কয়েক মাস আগে পাসপোর্ট ফিরে না পেয়ে নানান সমস্যার সম্মুখীন উল্লেখ করে নিজের ব্যক্তিগত ফেইসবুকে লাইভে আ;ত্ম হ;;ত্যার সি;দ্ধান্তের কথা জানিয়ে ছিলেন।

তার ঐ লাইভের বক্তব্যে উল্লেখ করেছিলেন অবৈধভাবে দূতাবাসের কর্মকর্তারা তার ও তার পরিবারের সদস্যদের পাসপোর্ট জ;ব্দ করে রেখেছে,এমনকি তিনি বলেন তার কোনো কারনে মৃ;;ত্যু হলে বা আ;ত্ম হ;;ত্যা করলে দূতাবাসের অসা;ধু কর্ম কর্তা আসুদ আহমেদ,জাবেদ ইকবাল, ডক্টর সিরাজুল ইসলাম, ডক্টর মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রবিউল ইসলাম এবং নাজমুল হাসান দায়ী থাকবে।

মোহাম্মদ আলীর পাসপোর্ট না থাকার কারণে পুরো পরিবার নিয়ে মানবেতর জী;বন যা;পন করছেন। প্রবাসী মোহাম্মদ আলী এ যাবৎ কালে পাসপোর্ট ফিরে পেতে রাষ্ট্রের সর্বোচ্চ দ্বায়ীত্বশীলদের দৃ;ষ্টি আ;ক;র্ষণ করলেও কোনও সুরাহা হয়নি। এমতবস্থায় নানান ধরনের সমস্যার পাশাপাশি আর্থিক সং;ক;টের মুখে মোহাম্মদ আলী অনেকটাই মা;নসি;ক ভা;রসা;ম্যহী;ন হয়ে পরেছিলেন।

তারই ধারাবাহিকতায় ২১/০৪/২০২১ তারিখ রোজ বুধবার, কাতার স্থানীয় সময় রাত ১১.৩৫ মিনিটে মা;নসি;ক দু;শ্চি;ন্তাগ্র;স্থ হয়ে ব্রে;ইন স্ট্রো;;ক করে মাটিতে লু;টে পরেন। এই মুহুর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার পরিবার মোহাম্মদ আলীর অসুস্থতার আ;শ;ঙ্কার কথা জানিয়ে সকল ধর্ম প্রাণ মুসলমানদের কাছে দোয়া চেয়েছেন।