শুধু জীবন বাঁ’চানোই নয়, পুরস্কারের অর্ধেক টাকাও শি’শুর পরিবারকেই দিচ্ছেন ঐ রেলকর্মী

কয়েক দিন ধরেই নেট দুনিয়ায় ভাই’রাল মুম্বাইয়ের এক যুবক। নিশ্চিত মৃ’ত্যুর মুখ থেকে এক শি’শুকে বাঁচিয়ে সকলের মন জয় করে নিয়েছিলে। এবার জানা গেল আরও এক তথ্য। যা থেকে বুঝিয়ে দিল রিয়েল লাইফের ‘হিরো’ ময়ূর শেলকের হৃদয় কত বড়!

তাঁর সাহসিকতার জন্য রেলের পক্ষ থেকে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। আর তা জানার পরই ময়ূর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, পুরস্কারের অর্থের অর্ধেকটা তিনি তুলে দেবেন ওই শি’শুটির পরিবারের হাতেই।

কয়েক দিন আগে গোটা দেশ প্রশংসায় ভরিয়ে দিয়েছিল ময়ূরকে। স্বয়ং ভা’রতের রেলমন্ত্রী ভিডিওটি শেয়ার করেছিলেন। ঠিক কী’ ঘটেছিল? মায়ের সঙ্গে যেতে যেতে একটি শি’শু পা পিছলে রেললাইনে পড়ে যায়। সেই সময় ওই লাইনে একটি এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসছিল। ট্রেনটি ওই স্টেশনে দাঁড়ানোর কথাও ছিল না। ফলে দ্রুত গতিতে এগিয়ে আসা ট্রেনটিকে এত কম সময়ে থামানো সম্ভব ছিল না চালকের পক্ষে।

শি’শুটির দিকে সাক্ষাৎ ‘মৃ’ত্যু’ এগিয়ে আসছে দেখতে পেয়ে দৌড় শুরু করেন ময়ূর নামের ওই রেলকর্মী। দ্রুত শি’শুটির কাছে পৌঁছেও যান। আগে তাকে প্ল্যাটফর্মে তুলে পরে নিজে উঠে আসেন। তাঁর প্ল্যাটফর্মে উঠে আসার এক সেকেন্ডেরও কম সময়ে গা ঘেঁষে দ্রুতগতিতে বেরিয়ে যায় ট্রেনটি। কয়েক মুহূর্ত এদিক ওদিক হলেই বড় দুর্ঘ’টনা ঘটে যেতে পারত। তবে শেষ পর্যন্ত প্রা’ণে বেঁচে যায় শি’শুটি।

রেলে পয়েন্টম্যান হিসেবে কাজ করা ময়ূরকে তাঁর সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। কিন্তু সেই টাকার অর্ধেক টাকা তিনি দিতে চান শি’শুটিকেই। তিনি জানিয়েছেন, ওই শি’শুটির পরিবার খুবই দরিদ্র। তার মা সবজি বিক্রি করে কোনও মতে সংসার চালান। তাই পুরস্কারের পুরো অর্থই তিনি ওই পরিবারকেই দেবেন। সংবাদ প্রতিদিন