সেহরিতে দুধের সর খেতে চাওয়ায় প্রাণটাই গেল গৃহবধূ সুরাইয়ার

সেহেরিতে দুধের সর খাওয়া নিয়ে কথা কা;টাকা’;টির জে’রে সুরাইয়া সুলতানা তমিসরা (২৪) নামে এক গৃহব;ধূকে শা’রী;’রিক ‘নি;;র্যা;ত;ন করে হ;;ত্যার অভি;যোগ উ;ঠেছে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বি’রু’দ্ধে।মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর রাতে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চর শ্যামনগর গ্রামে এ ঘ;টনা ঘ;টে। তমিসরা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের দেওয়ান মো. রফিকুল ইসলামের মেয়ে। তার তাইবা নামে চার বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

এ ঘট;নায় বুধবার (২১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর থানায় একটি হ;;ত্যা মাম’লা দায়ের করেছেন ওই গৃহব;ধূর বড় ভাই দেওয়ান মো. সৌরভ। মাম’লার আ’সা’মিরা হলেন— তমিসরার স্বামী মশিউর রহমান মিটুল (৩৮), দেবর নাইম মন্ডল (৩০), জা সাদিয়া বেগম (২৫), ভাসুর হাতেম মন্ডল (৪৫) ও শাশুড়ি সাহেরা বেগমসহ (৬৫) অ’জ্ঞা’;তনামা তিন-চার জন।

এ ব্যাপারে দেওয়ান মো. সৌরভ সারাবাংলাকে জানান, ২০১৪ সালে চর শ্যামনগর গ্রামের সাহা মন্ডলের ছেলে মশিউর রহমান মিটুলের স’ঙ্গে তার বোন সুরাইয়া সুলতানা তমিসরার পা;রিবারি;কভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মি;টুল ও তার মা এবং ভাই-ভাবীরা যেকোনো সা;মান্য বিষয় নিয়ে তার বোনের ওপর শা’;রী’রিক ‘নি;;র্যা;ত;ন চা;লাতেন। বিষয়গুলো তার বোন বাড়িতে এসে তাদের কাছে বলতেন। কিন্তু পরিবারের সদস্যরা সুরাইয়াকে ধৈ’;র্য ধরা;র প;রামর্শ দিতেন।

সৌরভ জানান, মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে মিটুল তার বাবার কাছে ফোন করে জানান, তার বোন নাকি ‘সু’ই’সা”ইড করেছেন। তারা দ্রুত মিটুলদের বা;ড়িতে গিয়ে দেখেন, সুরাইয়ার ম;;রদে;হ বা’রা’ন্দায় শু’ই;য়ে রাখা হয়েছে। তার গ;’লায় ‘ফাঁ;;স নেওয়ার কোনো চি;হ্ন নেই। তার থু;ত’নিতে, না;কে, ঘা;ড়ে ও হাতে আ;;ঘা;তের চি;হ্ন দেখা গেছে বলে জানান সৌরভ।

তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে সেহেরিতে দুধের সর খাওয়া নিয়ে আমার বোনের সঙ্গে তার শা;শুড়ি সাহেরা বেগমের কথা কা’;টাকা’টি হয়। কথা কা’;টাকা’টির বিষয়টি সাহেরা বেগম তার ছেলে মিটুল, নাইম, হাতেম ও ছেলের বউ সাদিয়াসহ পরিবারের অন্য লোকদের জানান। এক পর্যায়ে তারা সবাই মিলে আমার বোনকে হ;;ত্যার প’রিক’ল্পনা করে।

সৌরভের অ’ভি;যো’গ, মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে তার বোনের ওপর পা’শবি’ক শা;রী;রি;ক নি;;র্যা;ত;ন চা;লিয়ে তাকে হ;;ত্যা করা হয়। হ;;ত্যার ঘট;নাটি ভিন্ন দিকে নেওয়ার জন্য ফাঁ;;স নিয়ে ‘সু’ই’সা”ইডের কথা প্র;চার করা হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ ঘট;নাস্থলে যায়। সে সময় গৃহবধূ তমিসরার স্বামী মিটুল ও শ্বা;শুড়ি সাহেরা বেগমসহ পরিবারের লোকজন জানান, তমিসরা গ’;লা’য় ফাঁ;;স নিয়ে ‘সু’ই;’সা”ই;ড করেছেন।

তবে পুলিশ সুরতহাল রি’পো’র্ট’ তৈরি করতে গিয়ে তমিসরার শরীরে ‘সু’;ই’সা”ইড এর কোনো আ’লাম’ত দেখতে পায়নি বলে জানান ওসি স্বপন কুমার। তিনি বলেন, বরং তার শরীরের বিভিন্ন স্থা’নে আ;;ঘা;তের চি;হ্ন রয়েছে। এরপর আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নি;শ্চিত হওয়া গেছে, তমিসরাকে হ;;ত্যা করা হয়ে;ছে। এ কারণেই তমিসরার স্বামী মিটুল, জা সাদিয়া, ভাসুর হাতেম ও শ্বা;শুড়ি সাহেরা বেগমকে আ’;ট’ক করে জি;জ্ঞা;সাবাদের জন্য থা;নায় নিয়ে আ’সা হয়েছিল। জি;জ্ঞা;সাবাদে তাদের কথায় অ’স;ঙ্গ’তি পাওয়া গেছে।

ওসি আরও জানান, গৃহব;ধূ তমিসরার ম;;রদে;হ ম;য়’;না’;তদ”ন্ত শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে হ;স্তা;ন্তর করা হয়েছে। এ ঘট;নায় দা;য়ের করা হ;;ত্যা মা’ম”লা’য় আগে থেকেই থানা হা;জতে আ;ট;ক মিটুল, সাদিয়া, হাতেম ও সাহেরাকে গ্রে’ফ’তার দেখিয়ে বৃহস্পতিবার আ’দা;ল’তে হাজির করা হবে। মামলার এজাহার নামীয় প’লা;’ত’ক আ;সা’মি নাইমসহ অ’জ্ঞা’;তনামা আ;’সা’মিদের গ্রে’ফতা’রে’র চেষ্টা চলছে বলেও জানান ওসি স্বপন কুমার মজুমদার।