তাবলীগের সাদপন্থীদের মারধরের কথা স্বীকার করলেন মামুনুল

গাজীপুরের টঙ্গীতে মসজিদে ঢুকে তাবলীগ জামাতের সাদপন্থীদের মারধরের কথা স্বীকার করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে মামুনুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

এ সময় ডিসি হারুন বলেন, রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য মামুনুল হক রাষ্ট্র, সরকার ও ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এছাড়া উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঠে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন মামুনুল।

সেইসঙ্গে জোশের কারণে ওয়াজ মাহফিলের বক্তৃতায় বিশিষ্ট নাগরিকদের মানহানিকর বক্তব্য দিয়েছেন বলেও স্বীকার করেছেন মামুনুল বলেও জানান ডিএমপি কমিশনার।

গত ২৫ জানুয়ারি রাতে টঙ্গী ইসলামপুর (দত্তপাড়া) আলম মার্কেট এলাকায় বায়তুস সালাম জামে মসজিদে ঢুকে তাবলীগ জামাতের সাদপন্থীদের ওপর হামলা চালিয়েছে জোবায়েরপন্থীরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে স্থানান্তর করা হয় বলে দাবি করেছে সাদপন্থীরা।