প্রথম দিনের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন মামুনুল

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহনগরের সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেফতারেরর পর রি;মা;ন্ডে নেওয়া হয়েছে। রি;মা;ন্ডের প্রথম দিনেই মুখ খুলতে শুরু করেছেন। দিয়েছেন নানা বিষয়ে চা;ঞ্চ;ল্যক;র তথ্য।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশিদ।

তিনি জানান, তাবলীগের সাদপন্থীদের মা;;রধ;রের কথা স্বীকার করেছেন মামুনুল হক। জো;শের কারণে ওয়াজ মাহফিলের বক্তৃতায় বিশিষ্ট নাগরিকদের মা;নহা;নিকর বক্তব্য দিয়েছেন বলেও স্বীকার করেছেন তিনি।

হারুন-অর-রশিদ বলেন, রি;মান্ডে; অনেক চা;ঞ্চল্যক;;র তথ্য দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক। তিনি জানিয়েছেন, তিনি কওমি মাদরাসার কোমলমতি ছাত্রদের উ;সকা;নি দিয়ে মাঠে নামিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বি;রো;ধিতার আ;ন্দোল;নকে কাজে লাগিয়ে সরকারকে উৎ;খা;ত করে রাষ্ট্রক্ষমতা দখ;ল করা। হেফাজতের নেতাকর্মীদের উ;স;কা;নি দিতেন মামুনুল। তিনি বলতেন, শেখ হাসিনার সরকারের প;ত;ন হলে হেফাজতের সমর্থন ছাড়া কেউ ক্ষম;তা দখল করতে পারবে না।

এর আগে আজ দুপুর পৌনে ১২টায় সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে না;শ;ক;তার ঘ;টনায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সংশ্লি;ষ্টতা পাওয়া গেছে। এ ঘট;নায় গ্রেফতার দেখিয়ে রি;মা;ন্ড চাইবে পুলিশের অ;প;রাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৫ ও ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে ভা;ঙ;চু;র, জ্বা;;লাও পো;;ড়াও ও হ;;ত্যার মতো না;শ;ক;তা ঘ;টনো হয়। এতে মামুনুলের সং;শ্লি;ষ্টতা পাওয়া গেলে, সেসব মামলায়ও তাকে রি;মা;ন্ডে নেওয়া হবে। সাম্প্রতিক তা;ণ্ডবের ১৮টিসহ ২৩ মামলার তদন্ত করছে সিআইডি।

সিআইডি প্রধান বলেন, আমাদের ফরে;নসি;ক আছে, সাইবার পুলিশ আছে। যত ধরনের বিষেশজ্ঞ তদন্তের কাজে ব্যবহৃত হয় এইগুলো সবই সিআইডির আছে। এর ফলে আমরা আমাদের কাজগুলো করে বাকি পুলিশেদের সাপোর্ট দিতে পারি।

মাহবুব আলম বলেন, ‘মামুনুল হক রি;মা;ন্ডে বিয়েসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘‘রয়েল রিসোর্টে অব;রু;দ্ধ হওয়া নারী সম্পর্কে মামুনুল হক বলেছেন, ‘প্রথম স্ত্রী আমেনা তৈয়বা ওই বিষয়ে জেনে গেলে অন্যরকম হতে পারতো। এ কারণে ওই সময় জান্নাতকে স্ত্রী হিসেবে দাবি করি।’

এসব বিয়ের সময় কারা সাক্ষী ছিলেন তাদের তথ্যও দিয়েছেন মামুনুল হক। যাদের জি;জ্ঞা;সাবাদের পরিকল্পনা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এছাড়া, মামুনুল হক রি;মা;ন্ডের প্রথম দিনে হেফাজতের সাম্প্রতিক কর্মকাণ্ড ও শাপলা চত্বরের ঘট;নার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।’

এর আগে সোমবার (১৯ এপ্রিল) মামুনুলকে আদালতে তোলা হয়। আগেই তার বি;রু;দ্ধে সাত দিনের রি;মা;ন্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী ৭ দিনের রি;মা;ন্ড ম;ঞ্জুর করেন।

গত রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।