হেফাজতের পক্ষে হা;;ম;লার নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভাপতির তিন ছেলে!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হেফাজতে ইসলামের তা;;ণ্ড;বের নেতৃত্বে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতির তিন ছেলে। ইতোমধ্যে এ-সংক্রা;ন্ত ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। তিন ছেলের মধ্যে এক ছেলেকে মা;মলার এজহারভুক্ত আ;সা;মি করেছে সরাইল থানা পুলিশ। উপজেলার অরুয়াইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের তিন ছেলে হেফাজতের ওই হা;;ম;লায় নেতৃত্ব দেন বলে পুলিশের কাছে তথ্যপ্রমাণ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্র;তি;বা;দে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হা;;ম;লার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জে ব্যা;পক তা;ণ্ড;ব চা;লায় হেফাজতে ইসলামের কর্মীরা।

এরই অংশ ২৭ মার্চ বিকেলে উপজেলার অরুয়াইল এলাকায় মোদিবি;রো;ধী বি;ক্ষো;ভ মি;ছি;ল করেন সেখানকার হেফাজতকর্মীরা। সেদিন সেখানে তিন দিক থেকে মি;ছি;লে এসে বি;ক্ষো;ভ করেন তারা। পরে মি;ছি;লকা;রীরা অরুয়াইল পুলিশ ক্যাম্পে হা;;ম;লা চালান। এতে থানার পরিদর্শকসহ (তদন্ত) ২৫ পুলিশ সদস্য আ;হ;ত হন।

এ ঘ;ট;নায় ৬৫ জনের নাম উল্লেখসহ অ;জ্ঞা;ত আরও এক হাজার ২০০ জনকে আ;সা;মি করে মা;ম;লা করেছে সরা;ইল থানা পুলিশ। এ মা;মলার এজাহারনামীয় ৩০ নম্বর আ;সা;মি আওয়ামী লীগ নেতা আবু তালেব মিয়ার ছোটছেলে ইসমাইল হোসেন। তার আরও দুই ছেলে হাফেজ যাকারিয়া মাহমুদ ও ইউনুস মি;ছি;লের নেতৃত্বে ছিলেন।

এ-সং;ক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে তু;মু;ল সমা;লো;চনা শুরু হয়েছে। এদিকে হেফাজতে হা;;ম;লার নেতৃত্বকারী ও পুলিশ ফাঁ;;ড়িতে হা;;ম;লা মামলার আ;সা;মি ইসমাইল হোসেনকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেছে। অপরদিকে হা;;ম;লার ঘট;নার পর অরুয়াইল পুলিশ ক্যাম্পটি বন্ধ রয়েছে। ফলে উপজেলা থেকে পুলিশ আসার আগেই খবর পেয়ে গা-ঢাকা দিচ্ছেন আ;সা;মিরা।

অভি;যোগের ব্যাপারে জানতে চাইলে অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব মিয়া বলেন, ‘প্র;তিপ;ক্ষরা আমাদের সু;নামে ঈর্ষা;ন্বি;ত হয়ে এসব অপপ্রচার চালা;চ্ছে। আমার পরিবারের কেউ বি;ক্ষো;ভ মি;ছি;লে যায়নি। অরুয়াইল বাজারে আমাদের একশ’র বেশি দোকানপাট রয়েছে।

বি;ক্ষো;ভকারীরা যেন আমাদের দোকানে হা;;ম;লা না করতে পারে, সেজন্যে আমার ছেলেরা সেদিন পা;হা;রায় ছিল। হা;;ম;লাকারীদের নি;বৃত্ত করার চে;ষ্টা করেছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পুলিশ ক্যাম্পে হা;;ম;লা মাম;লায় অভি;যুক্তদের গ্রে;ফতার অভি;যান অব্যা;হত আছে।

এখানকার আওয়ামী লীগ সভাপতি আবু তালেব মিয়ার ছেলের নাম এ মামলার এজাহারে রয়েছে। তাকেও গ্রেফতার করতে একাধিকবার অভি;যান চা;লানো হয়েছে। তিনিসহ ঘট;নার সঙ্গে জড়িত সবাই এলাকাছাড়া। বাড়িঘরে এখন শুধু নারীরা আছেন। পুরুষশূন্য রয়েছে পুরো গ্রাম।

এ ব্যাপারে সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও পুলিশ ফাঁ;ড়িতে হা;;ম;লায় আ;হ;ত কবির হোসেন বলেন, ‘আমরা ঘট;নার সময়ের ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে হা;;ম;লার সঙ্গে জ;ড়িত স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের তিন ছেলেকে শ;না;ক্ত করতে পেরেছি। এরমধ্যে এক ছেলেকে ইতোমধ্যে মামলার আ;সা;মি করা হয়েছে। বাকিদের বিষয়েও ব্যবস্থা নেয়া হচ্ছে।’