অ্যাডিশনাল এসপি শামিম আমার গা’য়ে হাত তুলেছে- কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পুলিশের হাতে লা;;ঞ্ছি;ত হয়েছেন বলে অভি;যোগ করেছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ অভি;যোগ তুলেন ।

ফেসবুক লাইভে এসে কাদের মির্জা অভি;যোগ করেন, থানা থেকে ফেরার পথে আমাদের ওপর আ;;ক্র;ম;ণ হয়েছে। অ্যাডিশনাল এসপি শামিম আমার গা;য়ে হা;ত তু;লে;ছে। ওসি আমার সহকারী সাজুর গায়ে হাত দিয়েছে। তাকে মা;;র;ধ;র করে মোবাইল কে;ড়ে নিয়েছে। তারপর আসার পথে এসপি, ওসি আমার মাকে নিয়েও গা;;লি;গা;লা;জ করেছে।

কাদের মির্জা বলেন, আমার ৭ নেতাকর্মীকে গত রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নি;;র্যা;ত;ন ক;রা হচ্ছে শুনে আমি তাদের দেখতে থানায় গি;য়েছি;লাম। আমি যখন বি;রো;ধী; দল করেছি তখনও আমার ওপর, আমার কর্মীদের ওপর এতো নি;;র্যা;ত;ন হয়নি। বি;রো;ধী দলে থাকাকালীন পুলিশ প্রশাসন আমাদের সম্মান, শ্রদ্ধা করতো।

আমি সরকারি দলের মূল সংগঠনে না থাকলেও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদে আছি। আমার অনু;সারীদের যেভাবে অ;;ত্যা;চা;র করেছে থানায় সেটা ‘৭১ কেও হার মা;নায়। আমার যুবলীগের যুগ্ম সম্পাদক, আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন মিকনকে রাতে ধ;রে নিয়ে এমনভাবে নি;;র্যা;ত;ন করেছে সে কথা বলতে পারছে না। মিকন বলেছে, আমাদের চা;লান করে দেন।

কাদের মির্জা আরও বলেন, গত তিন মাস ধরে একতরফাভাবে আমার ওপর তা;;ণ্ড;ব চলছে। আমার পরিবারের ওপর তা;;ণ্ড;ব চলছে। আমার ছেলেকে মা;থা ফা;টি;য়ে দেওয়া হ;য়েছে। আমার ভাইয়ের ওপর বো;;মা হা;;ম;লা করেছে।

আওয়ামী লীগ থেকে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কেউ আমাকে দেখতে আসেনি। আমার খোঁজ খবর নিতে আসেনি। এই জন্যই আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। এই আওয়ামী লীগ এখন পথ হা;রা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এখন অ;পশ;ক্তির আওয়ামী লীগ।

তবে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ এ অভি;যোগ ভি;ত্তিহীন বলে না;ক;চ করে দেন।

তিনি বলেন, কাদের মির্জা থানায় গিয়ে সরাসরি থানার হা;জ;তের সামনে চলে যান। আমি শুধু তাকে বলেছি, আপনি ওসির রুমে আসেন। এছাড়া আর কোনো কথা হয়নি এবং কারো গায়ে হা;ত তো;লাও হয়নি।