প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিলো ওমান সরকার

এখন থেকে ওমানি নাগরিকদের পাশাপাশি দেশটিতে কর্মরত প্রবাসীদেরও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে ওমান সরকার। রবিবার (১৮-এপ্রিল) ওমানের শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় গণমাধ্যম ওমান অবজারভার। সংবাদে বলা হয়েছে ওমানে সিভিল সার্ভিস আইনের পরিবর্তন এনেছে দেশটির সরকার।

ওমানের শ্রম-মন্ত্রী সিভিল সার্ভিস আইনের নির্বাহী বিধিমালার কিছু বিধান সংশোধন করে নতুন এক রয়্যাল ডিক্রি জারি করেছেন। নতুন রয়্যাল ডিক্রি অনুযায়ী এখন থেকে ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসী কর্মীদেরও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে ওমান সরকার। এছাড়াও সিভিল সার্ভিসের আরো কয়েকটি ধারার কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অপরদিকে অন্য এক বিজ্ঞপ্তিতে ওমানি ও প্রবাসী কর্মীদের কাজের চুক্তি অনলাইনের মাধ্যমে নিবন্ধন করার জন্য নিয়োগকারীদের আহ্বান জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। রবিবার (১৮-এপ্রিল) ওমানের সকল নিয়োগকারীদের উদ্দেশ্যে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে,

ঘোষণাপত্রে দেওয়ার তারিখ থেকে তিন মাসের মধ্যে বাণিজ্যিক ওয়ার্ক পারমিট বা ওয়েবসাইটের মাধ্যমে প্রাইভেট ওয়ার্ক পারমিট নিবন্ধন করতে পারবে নিয়োগকারীরা। এখন থেকে সকল নিয়োগকর্তা তাদের কর্মীদের কাজের চুক্তি অনলাইনে নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।