বিয়ের ১৬ দিন পরই হলেন বিধবা, বিচার চেয়ে হারালেন জ্ঞান

শরীয়তপুরে মো. দাদন খলিফা ‘হ;;ত্যা’র প্র’তি;বা’দে বি’;ক্ষো”ভ ও মানবব’ন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় স্বামী ‘হ;;ত্যা’র বি’চার চেয়ে জ্ঞা’ন হা’রি’য়ে ফে;লেন নি;;হ;তের স্ত্রী নিশি আক্তার। সোমবার দুপুরে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর খলিফাকা’ন্দি এলাকায় এ কর্মসূচি পালন করে নি;;হ;তের পরিবার ও স্থানীয়রা।

জ্ঞান হা’রা’নো’র আগে নিশি বলেন, ৩১ মার্চ দাদনের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের ১৬ দিন পর আমার স্বামীকে স;;ন্ত্রা’সী’রা ‘হ;;ত্যা’ করে। আমার স্বামীর হ;;ত্যা;কা’রী’দের ‘ফাঁ;;সি চাই। নি;;হ;ত দাদনের বাবা সেকান্দার খলিফা বলেন, ইদ্রিস খান ও তার তিন ভাই ১৯৯৭ সালে আমার বোনকে ‘হ;;ত্যা’ করে। সেই বি’চার পাইনি। বি’চা’র না হওয়ায় তারা ২৪ বছর পর আমার ছেলেকেও ‘হ;;ত্যা’ করল। ক’ক’টেল ফা’;টি;য়ে ইদ্রিস খান আমাদের সামনে থেকে ছেলেকে তু’লে নিয়ে যায়। ৩০-৩৫ জন মিলে আমার ছেলেকে কু;;পি;য়ে ফে’লে গে;ছে।

তিনি আরো বলেন, ২০১৪ সালে ছেলেকে বিদে’শে পাঠিয়ে ছিলাম। দুই মাস আগে ফিরে এসেছে। ২০ দিন আগে তাকে বিয়ে দিয়েছি, করোনার কারণে এখনো বউ বাড়িতে তুলে আনতে পারিনি। স্বামীর ঘরে আসার আগেই মেয়েটি বি;ধ;বা হলো। শৌলপাড়া ইউনিয়নের মেম্বার হে;না পারভিন বলেন, দাদনকে নিঃ’;সং’শভাবে ‘হ;;ত্যা’ করা হয়েছে। এ ‘হ;;ত্যা’কা’;ণ্ডে’র পরিক’ল্পনাকা’রী এসকান্দার সরদার, বাচ্চু মাতব্বর, আবুল খান, শুক্কুর ব্যাপারী, রশিদ খলিফা, আজিত ফলিফাগং। পুলিশ তাদের নামে মা’ম’লা নিতে গ’ড়িম;সি করছে।

মানববন্ধনে নি;;হ;ত দাদন খলিফার মা আমেনা বেগম, চাচা রাজ্জাক খলিফা, জুলহাস খলিফা, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক ব্যাপারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল হক খলিফা, শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আখন্দ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খলিফাসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুরো’নো দ্ব”ন্দ্বে’র জে”রে ১৫ এপ্রিল রাতে মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পর দাদন খলিফাকে তুলে নিয়ে যায় ৩০-৩৫ জন স;;ন্ত্রা”সী। এরপর নৃ;;শং;সভাবে কু;;পি;য়ে ‘হ;;ত্যা’র চেষ্টা করে। ওই সময় স্থানীয়রা ছুটে এলে তারা পা;লি;য়ে যায়। পরে গু’রু’ত’র অবস্থায় দাদনকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ নেয়ার পথে তার ‘মৃ;;ত্যু’ হয়।