লকডাউন উপেক্ষা করে আন্দোলনের প্রস্তুতি হেফাজতের!

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেছেন- হ’য়রানি, গ্রে’ফতার এবং রিমান্ড দিয়ে সত্যের আওয়াজ রুদ্ধ করা যাবে না। তারা বলেন, অবিলম্বে হ’য়রানি ও গ্রে’ফতার বন্ধ এবং আটকদের মুক্তি দিন। অন্যথায় দেশের জনগণ লকডাউন ভেঙে আন্দোলনে নামতে বাধ্য হবে। সংগঠনের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা যুক্ত বিবৃতিতে এ ঘোষণা দেন। নেতৃবৃন্দ

বিবৃতিতে বলেন, হাটে-বাজারে, দোকানপাটে লোকের সমাগম প্রচুর। শিল্প-কারখানায় অসংখ্য শ্রমিক কর্মরত। এসব জায়গার জন্য কোনো সংখ্যা নির্ধারণ না করে সরকার মসজিদে নামাজে অংশগ্রহণ সংখ্যা নির্ধারণ করেছে। তা মুসল্লিরা কোনোভাবেই মেনে নিচ্ছে না। এতে মুসল্লিদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন মসজিদে মুসল্লিরা বি’ক্ষোভ করেছেন।

মুসল্লিদের নামাজে অংশ গ্রহণ করতে মসজিদকে উন্মুক্ত করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, করোনার অজুহাত করে লকডাউন ঘোষণা করলেও আলেম-ওলামা ও সাধারণ মানুষকে হ’য়রানি ও গ্রে’ফতার বন্ধ হয়নি। রমজানের শুরুতেই আলেম ওলামাদের হ’য়রানি করা হচ্ছে। এটা দেশ ও জাতির জন্য অশোভনীয় ও অকল্যাণকর।