সৌদি এয়ারলাইন্সে যাদের টিকেট কাটা আছে তাদের যে নির্দেশ দিলো সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিস

১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত যাদের কাছে সৌদি এয়ারলাইন্সের টিকেট আছে, তাদের সকলকে টিকেট রি-ইস্যু করতে হবে।

তারা সবাই সৌদি এয়ারলাইন্সের অফিসে গিয়ে রি-ইস্যু করতে হবে: জাহিদুল ইসলাম, ম্যানেজার, সেল্স এন্ড বুকিং।

এর আগে,

দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতি আরো একবার হু;;ম;কির মুখে ফেলে দিল সৌদি আরব প্রবাসীদের ভবিষ্যৎ জীবন।

১৪ এপ্রিল থেকে দেশে চলছে স;র্বা;ত্মক লকডাউন। সেই সাথে এই একই তারিখ থেকে ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে সকল আন্তর্জাতিক ফ্লাইট।

এর ফলে বিপাকে পড়েছেন সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা প্রবাসীরা।

অবশেষে এই প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আজ(১৭ এপ্রিল) থেকে বিশেষ ফ্লাইটের ব্যাবস্থা করে বাংলাদেশ সরকার।

যে কারণে আজ(১৭ এপ্রিল) রিয়াদগামী এক ফ্লাইট ধরার জন্য আগে থেকে ঘোষিত ৬ ঘন্টা আগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন সৌদি প্রবাসীরা।

দেশে চলমান সর্বাত্মক লকডাউনে অনেক কস্টে নানা রকম বাঁধাবিপ;ত্তি পার হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমানবন্দরে রিয়াদগামী বিশেষ ফ্লাইট ধরতে হাজির হন প্রবাসীরা।

কিন্তু দীর্ঘ ৬ ঘন্টা অপেক্ষা করার পর তাঁরা জানতে পারেন সৌদি সরকার বাংলাদেশ থেকে বিশেষ এই ফ্লাইট পরিচালনা করার এবং রিয়াদ এয়ারপোর্টে অব;তর;ণের অনুমতি দেয়নি।

বিশেষজ্ঞরা বলছেন দেশে আচ;মকা কোভিড-১৯ বিস্ফোরণ এবং চলমান লকডাউন, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল সব কিছু মি;লিয়ে বেশ সঙ্গত কারণেই সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এতে করে অনিশ্চিত হয়ে পড়লো হাজারো সৌদি প্রবাসীর জীবন, সময়মত সৌদি আরব ফিরতে না পারলে অনেকের ভিসা বাতিল হতে পারে, অনেকেই হয়ত আর কোনদিন সৌদি আরব ফি;রতে পারবেন না।

এতে করে প্রতিটি প্রবাসীর সাথে যুক্ত এক একটি পরিবারের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে গেল।

উল্লেখ্য যে বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে ৫টি দেশে বিশেষ ফ্লাইট চালু করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে আজ (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে এসব ফ্লাইট শুরু হয়েছিল।

পাঁচটি দেশ হলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। এসব দেশ থেকে ফেরা প্রবাসীদের বা;ধ্যতামূ;লক দুই সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিইনে থাকতে হবে।

পাঁচ দেশে ফ্লাইট পরিচালনার জন্য ১২টি এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এয়ারলাইন্সগুলো হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারাবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন,

নিয়মিত যে ফ্লাইট শিডিউল ছিল, আমরা বিশেষ বিবেচনায় এটা চলাচলের অনুমতি দিচ্ছি। ১৭ এপ্রিল সকাল ৬টা থেকে ফ্লাইট শুরু হবে।

এর আগে প্রবাসীদের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়রম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় প্রথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওই ৫টি দেশে ১০০ থেকে ১২০টি ফ্লাইট পরিচালনা করা হবে।

আরো উল্লেখ্য যে গতকাল(১৬ এপ্রিল) দেশে করোনাভাইরাসে মৃ;;ত্যুর সংখ্যা ইতিহাসে প্রথমবারের মত একদিনে ১০০ ছাড়িয়েছিল।