মালয়েশিয়ায় প;তি;তাবৃত্তি নেটওয়ার্কের মূলহোতা বাংলাদেশি নারী গ্রেফতার

মালয়েশিয়ায় মেয়াদ উত্তীর্ণ সোশ্যাল ভিজিট পাসধারী ও কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের ধরতে নাইট ক্লাবগুলোতে অভি;যান জোরদার করেছে দেশটির অভিবাসন ও পুলিশ বিভাগ।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের জালান নাগাসারির একটি হোটেলে অভি;যান চা;লিয়ে এক বাংলাদেশিসহ চার বিদেশি নারীকে গ্রেফতার করেছে দেশটির আ;ইনশৃঙ্খ;লা বা;হিনী।

গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি নারী ছাড়াও থাইল্যান্ডের দুই ও উগান্ডার একজন নারী রয়েছে। এদের মধ্যে বাংলাদেশি নারী প;তি;তাবৃ;ত্তির নেটওয়ার্ক তৈরির মূ;লহো;তা বলে জানিয়েছে কুয়ালালামপুর জেলা পুলিশ প্রধান ডাং ওয়াঙ্গির সহকারী কমিশনার মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ।

অভি;যান পরিচালনা করে দেশটির ফৌজদারি তদন্ত বিভাগের (বিএসজে) জেলা পুলিশ সদর (আইপিডি) ডাং ওয়াং ফাঙ্গির একটি দল।

ওই চার না;রীকে দ;ণ্ডবি;ধির ৩৭৩ ধারা, দ;ণ্ডবি;ধির ৩৭২ বি ধারা ও ইমিগ্রেশন আই;নের ৩৯বি ১৯৬৩ ধারায় গ্রেফ;তার করা হয়েছে।