শাটার বন্ধ, ভেতরে নারীদের ভি’ড়

কোনোটির শাটার বন্ধ, কোনোটির আধাখোলা আবার কোনোটির বাইরে সতর্ক প্রহরায় কর্মচারী। আর ভেতরে শিশুসহ নারী-পুরুষের ভিড়। এভাবেই দোকানগুলোতে চলছিল ঈদের জমজমাট বেচাকেনা।

খবর পেয়ে অভি;যান চালিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন। অভি;যানে কাউকে আ;টক করা সম্ভব না হলেও বন্ধ করে দেয়া হয়েছে তিনটি দোকান।

বুধবার উপজেলার ইছাপুর বাজার এলাকায় এ অভি;যান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মোহাম্মদ রুহুল আমীন।

ইউএনও বলেন, প্রশাসনের চোখ ফাঁ;কি দিতে বিভিন্ন কৌশলে দোকান খোলা রেখে বেচাকেনা করছিলেন ব্যবসায়ীরা। খবর পেয়ে সেখানে অভি;যান চালানো হয়। অভি;যানের খবরে পালিয়ে যান দোকানি ও ক্রেতারা। পরে তিনটি দোকান সাময়িক বন্ধ করে দেয়া হয়।