‘ও’র বদলে দিলেন ‘এবি’ পজিটিভ র;;ক্ত, প্রাণ গেল প্র;সূ;তির

প্র;সূ;তির র;;ক্তের গ্রুপ ‘ও’ পজি;টিভ। তবে চিকিৎসক পুশ করেছেন ‘এবি’ পজি;টিভ। এতে কিছুক্ষণের মধ্যেই মা;;রা যান সি;জারি;য়ানের মাধ্যমে জন্ম দেয়া কন্যাসন্তানের মা। এমনই অভি;যোগ স্বজ;নদের।

মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে এ ঘ;টনা ঘ;টে। প্র;সূ;তির নাম মিম আক্তার। তিনি জেলার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী।

স্বজনরা জানান, সোমবার সকালে প্র;স;ববে;দ;না উঠলে মিমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রো;গীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন গাই;নি বিভাগের চিকিৎসক তাহেরা আকতার মনি। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার দুপুরে সি;জারি;য়া;ন অপা;রেশ;নের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেন মিম।

অ;পা;রেশ;নের পর অতি;রিক্ত র;;ক্তক্ষ;র;ণে র;;ক্ত লাগবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলে হাসপাতালের চাহিদা অনুযায়ী ‘এবি’ পজি;টিভ গ্রুপের র;;ক্ত এনে দেন রো;গীর স্বজনরা। দুই ব্যাগ ‘এবি’ পজি;টিভ র;;ক্ত দেয়ার পর প্র;সূ;তির শা;রীরি;ক অবস্থার অ;বন;তি হয়। এরপর তিনি মা;;রা যান।

এতে স;ন্দে;হ তৈরি হয় রো;গীর স্বজনদের। পরে তারা আগের বিভিন্ন ক্লিনিক থেকে পরীক্ষার রিপোর্টে রো;গীর র;;ক্তের গ্রুপ দেখেন ‘ও’ পজি;টিভ। এ সময় তারা বি;ক্ষো;ভ শুরু করলে পরিস্থিতি নিয়;ন্ত্রণে আনে পুলিশ।

স্বজনদের অভি;যোগ, মিমের পরিবারের অনেকেরই র;;ক্তের গ্রুপ ‘ও’ পজি;টিভ। কিন্তু চিকিৎসক ‘এবি’ পজি;টিভ র;;ক্ত চাওয়ায় সেই গ্রুপের র;;ক্ত সংগ্রহ করে দিয়েছেন তারা। চিকিৎসক ভু;ল গ্রুপের র;;ক্ত পুশ করার পর রো;গীর অবস্থার অ;বন;তি হয়। অল্প সময়ের ব্যবধানে তিনি মা;;রা যান। এ ঘট;নার প্র;তিবা;দ করায় উ;ল্টো স্বজনদের ওপর হা;;ম;লা চা;লায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্র;সূ;তির ভাই গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান বলেন, ভু;ল র;;ক্ত দিয়েছে ডাক্তার। এজন্য আমার বোন মা;;রা গেছেন। আমি এর বিচার চাই।

অভি;যু;ক্ত চিকিৎসক তাহেরা আকতার মনি বলেন, রো;গীর শরী;রে সঠিক র;;ক্ত দেয়া হয়েছে। সি;জা;রের পর রো;গীর অ;তিরি;ক্ত র;;ক্ত;ক্ষ;;র;ণ হওয়ায় তাকে বাঁ;চা;নো যা;য়নি। রো;গীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের প্যা;থল;জিতে তার র;;ক্তের গ্রুপ ‘এবি’ প;জিটিভ শ;না;ক্ত হয়।

সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, এ ঘ;ট;নায় থা;নায় কেউ লিখিত অভি;যোগ দেননি। পেলে আ;ই;নি ব্যবস্থা নেয়া হবে।