নিজের সন্তানকে বিয়ে করতে চেয়ে আদালতের কাছে বাবা-মার অনুরোধ

নিজের সন্তানকে বিয়ে করতে চান বাবা-মা। এমন অ;দ্ভুত দাবিতে অবাক আইন বিশেষজ্ঞরা। কারণ, নিউ ইয়র্কের ওই বাবা-মা তাঁদের প্রাপ্তবয়স্ক সন্তানকে বিয়ে করার জন্য আইনি আবেদন করেছেন। তাঁদের মতে এবং এটি স্বতন্ত্র স্বায়ত্তশাসন।

সন্তানকে বিয়ে করা যাবে না এই নিয়ম বাতিল করারও জন্যও আবেদন করেন তারা। কিন্তু তাঁদের এই দাবি সামাজিকভাবে বিবেচিত নয় বলে দাবি আদালতের। তবে কে কাকে বিয়ে করতে চেয়েছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু প্রকাশ করা হয়নি।

ওই বাবা মায়ের বক্তব্য, বিয়ে দু’টি মানুষের মধ্যে একটি বন্ধন, দু’টি মানুষের মধ্যে ঘ;;নি;ষ্ঠতা। যার মধ্যে কোনও আ;ইনি বা;ধা থাকতে পারে না।

তাঁরা জানিয়েছে তাঁদের প্রাপ্তবয়স্ক সন্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আইনি স্বী;কৃতি দিতে চায় তাঁরা। কারণ, সন্তানের জন্ম দিলে তাঁর পরিচয় নিয়ে সং;শয় হবে।

নিউ ইয়র্কের আ;ইন অনুসারে, আত্মীয়ের মধ্যে যৌন সঙ্গম গু;রু;তর অ;প;রা;ধ এবং চার বছরের কা;রাদ;;ন্ড হতে পারে। সে দেশে বাবা-মা তাঁদের নিজের সন্তানের সঙ্গেই বিয়ে করতে চান, যদি তাঁদের দাবি না মানা হয়, তাহলে তাঁরা মা;নি;সিকভাবে ভে;ঙে পড়বেন।