বৈশাখ উদযাপনের চেয়ে বেশি করে নামাজ পড়া, রোজা রাখা উচিত: ববিতা

ক’রো’না ম’হামা’রি’র কারণে বাংলা নববর্ষ- ১৪২৮ উৎসাহ-উদ্দীপনা ও কর্মসূচির মাধ্যমে পালন করা যাচ্ছে না। মহামারির আঘাতে উৎসবের রং পুরোপুরি মলিন হয়ে গেছে প্রায়। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আতঙ্কের মধ্যেই কাটছে মানুষের সময়।

বাংলা চলচ্চিত্রের ‘ড্রিমগার্ল’ খ্যাত নায়িকা ববিতার কাছে নতুন বছরের প্রত্যাশা কী জানতে চাইলে তিনি বলেন, বাংলা নতুন বছরে প্রত্যাশার কিছু নেই। বেঁচে থাকাটাই প্রত্যাশা। সুস্থভাবে সবাই যেন বেঁচে থাকে, সাবধানে থাকে এইটাই, নতুন বছরে আর কিছু চাওয়ার নেই।

এখন আর কী চাওয়ার আছে? সবাই ভালোভাবে বেঁচে থাকুক ও সুস্থ থাকুক, এটাই চাওয়া। ববিতা আরও বলেন, এখন যে পরিস্থিতি একবার যদি আমরা পহেলা বৈশাখ উদযাপন না করি তাহলে কিচ্ছু যায়-আসে না।

বুধবার থেকে রোজা শরু হচ্ছে। এই করোনা সংকটের মধ্যে পহেলা বৈশাখ উদযাপন করতেই হবে, এটা আমি মনে করি না। তার চেয়ে বেশি করে আল্লাহর নাম নেওয়া উচিত। নামাজ পড়া ও রোজা রাখা উচিত। সেইটাই আমাদের জন্য বেশি ভালো হবে।