করোনা তাড়াতে বিমানবন্দরে পূজা!

সারা বিশ্বেই লাগামহীন গতিতে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে প্রতিদিন বাড়ছে সংক্রমণের গ্রাফ। করোনা থেকে সুরক্ষা পেতে উদ্যোগ নিয়েও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

এই অবস্থায় দেশটির বিভিন্ন রাজ্য একাধিক বিধিনিষেধ জারি করছে। তবে এবার ভ্যাকসিন নয়, করোনা দূর করতে পূজা-যজ্ঞ-সংকীর্তণে ভরসা রাখলেন মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর।

আর তার জন্য জায়গা হিসেবে বেছে নিলেন খোদ ইন্দোর বিমানবন্দরকে। কিন্তু মন্ত্রীর মুখে নেই মাস্ক। নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। সমালোচনাও শুরু হয়ে গেছে।

সবাই প্রশ্ন করছেন, তিনি করোনা দূরীকরণের জন্য পূজা করছেন, এদিকে তার নিজের মুখেই মাস্ক নেই কেন। বিমানবন্দর চত্বরে আধঘণ্টারও বেশি সময় ধরে পূজা করেছেন এই বিজেপি মন্ত্রী।

শুধু তাই নয়, এদিন মন্ত্রীর সঙ্গে পূজাতে বসতে দেখা যায় বিমানবন্দরের ডিরেক্টর এবং অন্যান্য কর্মীদেরও। বিমানবন্দরের ডিরেক্টর অর্য্যমা সানইয়াল দাবি করেছেন, ইন্দোর জেলায় বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে এই পূজা করার পরিকল্পনা ছিল মন্ত্রীর।