রফিকুল মাদানীর ফোনে খা’রাপ ভিডিও, বিয়ে নিয়েও অস্পষ্টতা

‘শি’শু’ বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইস’লাম মাদানীকে গ্রে’প্তারের পর বেরিয়ে আসছে তার নানা ঘটনা। বক্তা হিসেবে আ’লোচিত এই ব্যক্তির ব্যক্তিজীবনও বেশ আ’লোচিত। তার মোবাইল ফোনে মিলেছে বেশ কিছু খা’রাপ ভিডিও; রয়েছে বিয়ে নিয়েও অস্পষ্টতা।

বুধবার দুপুরে গ্রে’প্তার করা হয় ২৬ বছর বয়সী রফিকুল মাদানীকে, এরপর বিকেলে তার বি’রুদ্ধে গাজীপুরের গাছা থা’নায় ডিজিটাল নিরাপত্তা আনে মা’মলা হয়। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যা’­ব, তার মোবাইল ফোনও তল্লা’শি করা হয়।

র‌্যা’­বের একটি সূত্র জানিয়েছে, রফিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তার ফোনে তল্লা’শি চালিয়ে বেশ কিছু খা’রাপ ভিডিও পাওয়া গেছে। আসমা বেগম নামের এক নারীকে তিনি বিয়ে করেছেন বলে যে দাবি করেছেন তা নিয়েও নানা তথ্য পাওয়া গেছে। ওই নারীর সঙ্গে রফিকুলের সামাজিকভাবে বিয়ে হয়নি। বিয়ে নিয়ে অস্পষ্টতা রয়েছে।

‘শি’শু বক্তা’ হিসেবে হঠাৎ পরিচিত হয়ে ওঠা রফিকুল ইস’লাম কিছুটা অস্বাভাবিক খর্বকায়, বালকসুলভ চেহারা ও কোমল কণ্ঠস্বরের অধিকারী। তার নিজের ভাষ্যমতে, ‘১৯৯৫ সালে আমা’র জন্ম। কে বলছে আমি শি’শু? আমা’র বয়স ২৬ বছর।’

বিভিন্ন সময়ে ওয়াজে তার নামের সঙ্গে ‘শি’শু বক্তা’ বিশেষণ ব্যবহার না করার অনুরোধও করেন তিনি। যদিও এই শব্দ-ভূষণ ব্যবহারের সুবিধা অনেকদিন থেকেই নিয়ে আসছেন রফিকুল।

ইউটিউবে অনেক ওয়াজই রয়েছে রফিকুল ইস’লাম মাদানীর। সেখানে একটি মাহফিলের ভাষণে জ’ঙ্গিদের হাতে নি’হত লেখক অ’ভিজিৎ রায় ও ব্লগার রাজীব হায়দারের খু’নিদের ‘আমাদের ভাই’ বলে সম্বোধন করেছেন তিনি।

এসব মা’মলায় জ’ঙ্গিদের ফাঁ’সির রায় হয়েছে। কিন্তু সে রায় কার্যকর না করে রাষ্ট্রপতির মাধ্যমে তাদের ক্ষমা করে দেওয়ার ধৃষ্টতাপূর্ণ দাবি করেছেন এই ‘শি’শু বক্তা’। তিনি এও বলেছেন, ‘এরশাদ শিকদারের মতো খু’নিরা ফাঁ’সির রায় শুনে কাঁদে। আমা’র মুজাহিদ ভাইয়েরা ফাঁ’সির রায় শুনে হাসতে হাসতে মিডিয়ার সামনে কথা বলে।’