দোকান খোলার দাবিতে রাস্তায় ব্যবসায়ীরা

চলমান লকডাউনের দ্বিতীয় দিনে দোকান খোলার দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন কুমিল্লা নগরীর ব্যবসায়ীরা।  মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ প্রায় ২ ঘণ্টা ধরে চলে। নগরীর বৃহৎ শপিংমল সাত্তার খান কমপ্লেক্স ও খন্দকার টাওয়ারের সামনে ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ করেন।

পরে কান্দির পাড় এলাকায় মিছিল বের করেন। এ সময় বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন, খন্দকার হক টাওয়ারের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, টাউন হল সুপার মার্কেটের

সাধারণ সম্পাদক মো. কাজল ও দোকান কর্মচারীদের পক্ষে মোহাম্মদ সুমন। বক্তারা বলেন, করোনার জন্য গত এক বছর লোকসান দিতে দিতে তাদের এখন রাস্তায় বসার উপক্রম। তাই স্বাস্থ্যবিধি মেনে তারা দোকান খুলে ব্যবসা করে বাঁচতে চান।

তাই লকডাউনের শর্ত প্রত্যাহার করে ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। তাই লকডাউনের শর্ত প্রত্যাহার করে ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।