ভিপি নু’রকে হ’ন্যে হয়ে খুজছে পু’লিশ

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মো’দিবি’রো’ধী বি’ক্ষো’ভে পু’লিশের স’ঙ্গে যুব অধিকার পরিষদের ধা’ওয়া-পা’ল্টা ধাও’য়ার ঘট’না ঘ’টেছে। এ ঘ’টনার জেরে পু’লিশ ৩৩ জনকে আ’টক করে। আজ বৃহস্পতিবার দুপুরে আট’কদের মধ্যে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীও ছিলেন। পরে বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

কিন্তু এবার পু’লিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে খুঁ’জছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম। তিনি বলেন, অ’বৈধ সমা’বেশ ও পু’লিশের ও’পর হা’মলার ঘ’টনায় আমরা মোট ৩৩ জনকে আ’টক করেছিলাম। তাদের মধ্যে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাকি ৩২ জন আমাদের হে’ফাজতে রয়েছে। তাদের বিরু’দ্ধে মাম’লার প্র’স্তুতি চলছে। নুরুল ইসলাম বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের লোকজন বি’ক্ষোভ বা সমা’বেশ করার আগে ডিএমপি থেকে অ’নুমতি নেয়নি। ফলে আমরা বাধা দিলাম। বাধা দিলে পু’লিশকে লক্ষ্য করে হা’মলা করে তারা। এতে পু’লিশের সাত সদ’স্য আ’হত হয়েছেন। চারজনকে হা’সপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ভি’পি নু’রকে খুঁ’জছি।