যেভাবে আ’টক হল শিশুবক্তা রফিকুল ইসলাম

আজ রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় বি’ক্ষো’ভে পুলি’শের সঙ্গে যুব অধিকার পরিষদের ধা’ওয়া-পা’ল্টা ধা’ওয়া চলছে। এসময় পু’লি’শ বি’ক্ষো’ভে অংশ নেওয়া রফিকুল ইসলাম ওরফে শিশুবক্তাকে আ’টক করেছে। এদিকে ধা’ওয়া-পা’ল্টা ধা’ওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান সড়কটি ব’ন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরা’জ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বি’ক্ষো’ভ মি’ছিল হয়েছে। মিছিলে যুব, ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন। পু’লিশ মি’ছিলের গতিরো’ধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পু’লি’শের সঙ্গে সং’ঘ’র্ষ বাধে।

এসময় পু’লি’শ তাদের ছত্রভ’ঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মি’ছিলকা’রীরাও পু’লি’শকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় মতিঝিল শাপলাচত্বরে এই সং’ঘর্ষে’র ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ সং’ঘ’র্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আ’হত হন। এ ঘটনার পর মতিঝিল এলাকা থেকে পু’লিশ শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিসহ ১১ জনকে আ’টক করে কাভার্ডভ্যানে করে নিয়ে যায়।

আজকের বি’ক্ষো’ভ থেকে আ’টক হওয়া রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শা’রীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশুবক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি। নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন বলেও জানা যায়।

বি’ক্ষো’ভে পু’লি’শের সঙ্গে সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা তানজিদ এবং সুবর্ণ নামে দুইজন আ’হত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হা’সপা’তালে চি’কিৎসা নিচ্ছেন।