মসজিদে এসে ইসলাম গ্রহণ করলেন এই নারী!

সাইতামার মিসাতো মসজিদে এক জাপানিজ নারী কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাপানের সাইতামা প্রদেশের মিসাতো শহরে অবস্থিত “মিসাতো মসজিদে” জাপানিজ বোন কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার খবর নিশ্চিত করছেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আরাফাত উল্লাহ।

তিনি তার ফেসবুকে বিষয়টি শেয়ার করেন। “আলহামদুলিল্লাহ মাত্র এই বোনটি মিসাতো জাপান, মসজিদে এসে নিজ ইচ্ছায় মুসলমান হলেন, আমি কালিমা পড়িয়ে দিলাম, ২০২০/৭/৫ সময় ৩টা জাপান সময়।

আল্লাহ কবুল করুন, সবাই দুআ করবেন তার নাম রেখে দিলাম ফাতেমা, আলহামদুলিল্লাহ الحمد لله فقط هذه الأخت ، جاءت إلى مسجد ميساطو .ودخلت في دين الله وأصبحت مسلمة بإرادتها الحرة ، وانا قرأت عليها كلمة لا اله الا الله ، 2020/6/5

الساعة 3 بتوقيت اليابان إن شاء الله تدعولها الجميع .أسميتها فاطمة ، Alhamdulillah Just this sister Misato Japan, came to the mosque and became a Muslim of her own free will, I taught Kalima, 2020/6/5

Time 3 o’clock Japan time God willing, everyone will pray, I named her Fatima, アルハムドゥリラ この妹ミサト・ジャパンだけがモスクにやって来て、彼女自身の自由意志のイスラム教徒になりました、私はカリマを教えました、 2020.7.5

時間3時日本時間 神は喜んで、誰もが祈るでしょう、私は彼女のファチマと名付けました、” সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং সজ্ঞানে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অভিপ্রায় প্রকাশ করলে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আরাফাত উল্লাহ কালেমায়ে শাহাদাত পড়িয়ে এই নও মুসলিম বোনকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে সহযোগিতা করেন। ইমাম সাহেব তার নাম রেখেছেন ‘ফাতেমা’

মাওলানা আরাফাত উল্লাহ, জানান যে তাঁর মসজিদে একজন জাপানী মহিলা সম্পূর্ণ নিজের ইচ্ছায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অভিপ্রায় প্রকাশ করলে তিনি কলেমায়ে শাহাদাত পড়িয়ে এই নও মুসলিম বোনকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার সহযোগিতা করেন।

উন্নত আধুনিক বিশ্বে যখনই কোনো উচ্চ শিক্ষিত মানুষ পবিত্র আল কোরআন তার মাতৃ ভাষায় অধ্যায়ন করে তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পাঠকের আর বুঝতে বাকি থাকে না যে আল্লাহ্ ও তার সৃষ্টি সম্পর্কে। আল কোরআন অধ্যায়নের পর মানুষ যখন তার সৃষ্টি

এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ্তায়ালার অস্তিত্ব অনুভব করে তখন সে আর স্থির থাকতে পারে না। তখন সে মহান সৃষ্টিকর্তা আল্লাহ্তায়ালার নিকট নিজেকে সমর্পণ করতে বাধ্য হয়ে যায়। মাওলানা আরফাত উল্লাহ্ আমাদের এই নও মুসলিম বোনটির জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।