দুবাইয়ের ইতিহাসে প্রথম নারী পুলিশ অফিসার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম বারের মতো ‘ডিউটি অফিসার’ (দায়িত্ব পালনকারী কর্মকর্তা) হিসেবে এক নারী পুলিশ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। দুবাইয়ের নায়েফ পুলিশ স্টেশনে লেফটেন্যান্ট নউফ খালেদ আহলি নামের এই কর্মকর্তা ইতোমধ্যেই দায়িত্ব পালন শুরু করেছেন বলে শুক্রবার খবর প্রকাশ করেছে আমিরাতের দৈনিক পত্রিকা গালফ নিউজ।

লেফটেন্যান্ট নউফ খালেদ আহলি দুবাই পুলিশ অ্যাকাডেমি থেকে প্রথম ব্যাচের নারী পুলিশ ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেন। দুবাইয়ে নারী ডিউটি অফিসার হিসেবে তিনিই প্রথম নিয়োগ পেলেন।লেফটেন্যান্ট আহলি বলেন, তার ক্ষেত্রে অন্য কোনো নারী কর্মকর্তা না থাকায় সাধারণ ডিউটি অফিসার হিসেবে নিজেকে তৈরি করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘দুবাই পুলিশে কাজ করতে পেরে আমি গর্বিত, যার বিশ্বমানের সেবার সারাবিশ্বেই সুনাম আছে। উৎকর্ষ, সৃজনশীলতা ও নতুনত্বের সন্ধানে থাকা বিপুল সংখ্যক লোকের জন্য দুবাই পুলিশে কাজ করা স্বপ্নের মতো।’