কাতারের বিস্ময়, সাগরের বুকে চারদিকে ঘুরবে আধুনিক হোটেল

পর্যটকদের আকৃষ্ট করতে নানারকম স্থাপনা তৈরি করছে উপসাগরীয় দেশ কাতার। এই ধারাবাহিকতায় এবার পরিবেশবান্ধব একটি হোটেল নির্মাণের ঘোষণা দিল কর্তৃপক্ষ যেটি দিন ও রাতের ২৪ ঘন্টা চারপাশে থুরতে থাকবে।

এই নতুন ধরণের হোটেলটি সাগরে তৈরি করা হবে। এটি সবসময় ঘুরতে থাকবে। এতে থাকবে ১৫২টি রুম। প্রতি রুমে থাকবে আলাদা করে বারান্দা। হোটেলটির নির্মাণ কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হবে।

এই হোটেলের নকশা করেছে তুরস্কের একটি কোম্পানি। হোটেলটি ২৪ ঘন্টা ঘুরতে থাকবে। আর এই ঘোরার মধ্যে এটি ২৫ কিলোওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করবে।

নানারকম আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এতে। পর্যটকরা হোটেলের রুমে বসে উপভোগ করবেন চারপাশের চমৎকার সামুদ্রিক পরিবেশ। তবে কর্নিশ থেকে ঠিক কত দূরে এটি নির্মাণ করা হবে, তা এখনো ঠিক করা হয়নি।

হোটেলটিতে যেসব খাবার নষ্ট হবে, সেগুলো দিয়ে সার তৈরির ব্যবস্থা থাকবে। এছাড়া থাকবে সাগরের পানি বিশুদ্ধ করে সেটি ব্যবহারের প্রযুক্তিও।