ক্রিকেটার সাকিব কে নিয়ে নায়ক শাকিবের যে স্ট্যাটাস ভাইরাল

ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। সাকিবের ৩৪তম জন্মদিনে আজ বুধবার দুপুরে তাকে শুভেচ্ছা জানিয়ে শাকিব লিখেছেন, সাকিব সারা বিশ্বে বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত।

ফেসবুক স্ট্যাটাসে শাকিব লিখেন, ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তাঁর অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই।

তিনি লিখেন, গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আজ ৩৩ পার করে ৩৪ বছরে পদার্পন করেছেন। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। সাকিব আল হাসানের বাবার নাম মাশরুর রেজা। তিনি কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা।

ফুটবল ভক্ত বাবা খেলতেন জেলার বিভিন্ন লিগে। বাবার পছন্দের বিপরীতে ছেলে হলেন ক্রিকেটার। মাগুরা মাতিয়ে সাকিব বিকেএসপিতে এসে ভর্তি হন ৬ মাসের কোর্স করার জন্য। মাত্র ১৫ বছর বয়সে সুযোগ পান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার। এছাড়া জাতীয় লিগে খেলার জন্য তালিকাভুক্ত হন খুলনা বিভাগীয় দলে।

তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রান এবং ৫০০ উইকেট অর্জন করা সাকিব আল হাসান বিগত বছরটিকে স্মরণীয় করে রেখেছেন ক্যারিয়ারের সেরা কিছু পারফরম্যান্সের মধ্য দিয়ে। এদিকে আইপিএলের প্রস্তুতি সারতে গত সোমবার একাই দেশে ফিরেছেন সাকিব। দেশে ফিরে একদিন বিশ্রাম নিয়ে আজ থেকে আজ অনুশীলনে নেমেছেন তিনি।