করোনায় আক্রান্ত হাজী সেলিম!

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম করো’না ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন আহম্মেদ বেলাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ক’রোনা উ’পসর্গ দেখা দিলে গত রোববার (২১ মার্চ) হাজী সেলিম করো’না পরী’ক্ষা করেন । পরীক্ষায় তার রি’পোর্ট প’জিটিভ আসে। এরপর মঙ্গলবার আবারও ক’রোনা পরীক্ষা করানোর হলে দ্বিতীয় দফায়ও তার রিপোর্ট প’জিটিভ আসে ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন । মহিউদ্দিন আহমেদ বেলাল জানান, হাজী সেলিমের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে । তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

আরো পড়ুন: বইমেলায় ১০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ:বইমেলায় বিকাশ পেমেন্টে করলে ১৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ অফারের আওতায় মেলা চলাকালীন একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। গত ১৮ মার্চ শুরু হওয়া বইমেলায় এই ক্যাশব্যাক অফার চলবে ১৪ এপ্রিল ২০২১ পর্যন্ত।

বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট করে তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহক। যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, তাদের ও মেলায় এসে বিকাশ অফার নেয়ার সুবিধার্থে বইমেলা প্রাঙ্গনে বিকাশের বুথ বসানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্ট খুলে বই কেনায় ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারছেন গ্রাহক।