ইনু, মেনন, শাহরিয়ার কবিরদের নিয়ে শাল্লার ঘটনার তদন্ত কমিটি গঠন

ইনু, মেনন, শাহরিয়ার কবিরদের নিয়ে শাল্লার ঘটনার তদন্ত কমিটি গঠন সুনামগঞ্জের হিন্দুপল্লীতে হামলার তদন্তে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের যৌথ উদ্যোগে সাত সদস্য বিশিষ্ট জাতীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ মার্চ) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক আন্তর্জাতিক ওয়েবিনারে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাত সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশনে রয়েছেন- বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক (চেয়ারপারসন), সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য ও মানবাধিকার নেত্রী আরমা দত্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ব্যারিস্টার তুরিন আফরোজ (সদস্য সচিব)।

নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তফা জব্বার।

এই কমিটি আগামী এক মাসের মধ্যে সরেজমিনে তদন্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রদান করবে। ওয়েবিনারের শুরুতে ১৭ মার্চ সুনামগঞ্জের হিন্দুপল্লীতে হামলার ভিডিও প্রতিবেদন প্রদর্শিত হয়। তবে এই কমিটি সরকারীভাবে বা প্রশাসনিকভাবে করা কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি।