কারও ক্ষমতা থাকলে মসজিদ-মাদরাসায় হাত দিয়ে দেখাক: শামীম

আমি একা আছি, কারও ক্ষম’তা থাকলে মসজিদ ও মাদরাসায় হাত দিয়ে দেখাক বলে হুঁ’শি’য়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার (২০ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ওলামা পরিষদ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি চু’প করে থাকলে আমার মৃ’’ত্যুর পর আল্লাহ আমাকে ধ’র’বেন যে ‘আমি তোকে বা’নাইসি তুই কী ক’রসো’স’।

তিনি আরও বলেন, আল্লাহ সম্মান প্রদানকারী এবং আল্লাহই সম্মান কে’ড়ে নিতে পারেন। সেই আল্লাহর ঘরে যদি আ’’ঘা’ত আসে আর আমি চু’প করে বসে থাকি তাহলে মৃ’’ত্যুর পর আমাকে তার জবাব দিতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আমার বাসার সামনেই বাগে জান্নাত মসজিদটি। আমি ছোট বেলায় সেখানে খেলেছি। সেখানে একটি কবরস্থান ছিলো। যেখানে অনেক কামেল লোকের ক’ব’রও ছিল। সেখানে মসজিদ ও মাদরাসা হয়েছে। প’র্চায় লেখা আছে, এখানে ক’ব’রস্থান ছিলো এবং এই জায়গা শুধু ইসলাম ধর্মের ধর্মীয় কাজে ব্যবহার হবে। তাই হয়েছে।

তবে নারায়ণগঞ্জে এক মহিলা আছেন, তিনি গিয়ে বললেন মসজিদ ও মাদরাসা ভা’ঙ’তে হবে। মসজিদটি ভে’ঙে পেছনে নেওয়া হবে আর মাদরাসা উঠিয়ে দেওয়া হবে। মাদরাসা উঠিয়ে সেখানে পার্ক করবেন, মসজিদের নিচে দোকান করবেন। ধর্মে আছে সবচেয়ে নি’কৃ’ষ্ট জায়গা বা’জার আর সবচেয়ে উৎ’কৃ’ষ্ট জায়গা মসজিদ।

প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ করছেন। নারায়ণগঞ্জের মণ্ড’লপা’ড়ায় ৮৩ শতাংশ জায়গা আছে ওয়াকফার। সেখানে ৫৪৮ বছর পুরানো একটা মসজিদ আছে। ওয়াকফার নেতাদের ডেকে জায়গার জন্য জেলা প্রশাসক অ’নুরো’ধ করলেন। তারা ওই মসজিদটি রেখে জায়গার অনুমতিও দিলেন। ওই মহিলা তখন ফোন করে জায়গাটা চাইলেন। তারা তখন বললেন এখানে হাত দিও না এটা আল্লাহর সম্প’ত্তি।

যেই ওই লোক বিদেশে গেলেন, তারা সেখানে জো’র করে ঢু’কে গেলেন। তারা আমার কাছে এসে কাগজ দেখালেন। কোর্টও তাদের পক্ষে গেল। পরে তিনি বললেন সামনে তিনি পার্কিং স্পেস বানাবেন। আসলে তার লক্ষ্য দোকান বানানো কারণ দোকান হলেই বিক্রি করা যায়। নারায়ণগঞ্জের আলেমদের আওয়াজ নেই কেন? মোদির দেশে কী হইসে তা নিয়া হাত পা কাইটা ফালাইতে চান।

নারায়ণগঞ্জে একটা নি’ষি’দ্ধ পল্লি ছিলো। আল্লাহ আমাকে দিয়ে সে পা’প মো’চ’ন করিয়েছেন। তখন থেকেই বিভিন্ন ইমাম আলেমদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। তাই তাদের ওপর এত আ’’ঘা’ত। কেন? ওইখানে কী আত্মীয় স্বজন বেশি ছিল? আউয়াল সাহেবকে (হেফাজতে ইসলামের নায়েবে আমীর) ‘ট্রা’প’ করা হল। রেকর্ডেই তাকে কত কথা বলল আপনারা শুনেছেন।

সেখানে তিনি বললেন মাদরাসা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আমিতো জানি মাদরাসায় আল্লাহর কোরআন শিক্ষা হয়। মাদরাসায় মানুষের সদকায়ে জরিয়া হয়। সেখানে কোন কথা নাই কোন রাশিয়ায় কী হয় তা নিয়ে তুলকালাম হয়ে গেল। নারায়ণগঞ্জের এতো আলেম গেল কই? ভেবেছিলাম কথাগুলো পরে বলবো। আজকে বললাম কারণ কালকে নাও থাকতে পারি।

যারা সংখ্যাল’ঘু তাদের র’’ক্ষার দায়িত্ব মুসলমানদের। ওয়াকফার স’ম্পত্তি যেমন রেজিস্ট্রার হয় না তেমনি দেবোত্তর স’ম্পত্তিও রেজিস্ট্রার হয় না। একাত্তরে কয়েক ধরনের মুক্তিযো’’দ্ধা ছিলেন। কেউ দেশ বাঁচাতে যু’’দ্ধ করেছেন, কেউ ভু’’য়া মুক্তিযো’’দ্ধা, কেউ লু’টে’রা মুক্তিযো’’দ্ধা। আমি সব দেখেছি, মনে আছে। এত ভু’’য়া সম্পদ কোথা থেকে আসে।

তিনি বলেন, দেশকে নিয়ে খুব ষ’ড়’য’ন্ত্র হচ্ছে। খুব ভ’’য়ং’ক’র খেলা হচ্ছে। আপনারা সবাই এই দেশের জন্য কাজ করার চেষ্টা করবেন। এ সময় নিজের মৃ’’ত ভাই, বাবা ও মা এবং তার পরিবারের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান তিনি।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, জাহাঙ্গীর, ওলামা পরিষদ নেতা মাওলানা ফৌরদাসুর রহমানসহ প্রমুখ।a