গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে নির্মাণাধীন রাস্তার বালুচাপা পড়ে একই পরিবারের দুই সহোদরসহ তিন শি’শুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৯ মা’র্চ) বিকেলে সুন্দরগঞ্জ উপজে’লার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ ঘটনা ঘটে।মৃ’ত শি’শুরা হলেন কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার দুই ছে’লে আব্দুল আলী (৭) ও আবির আলী (৪) এবং শফিকুল ইস’লামের ছে’লে রিফাত মিয়া (৩)।
পরিবারের লোকজন জানায়, শি’শুদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রাস্তার পাশে গর্তে মাটিচাপা পড়া এক শি’শুর পা দেখতে পায়। পরে মাটির নিচ থেকে তিন শি’শুর লা’শ উ’দ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ওই গ্রামে ভেকু দিয়ে মাটি কে’টে রাস্তা সংস্কার করা হয়। এতে রাস্তার পাশে বড়-বড় গর্তের সৃষ্টি হয়। তিন শি’শু ওই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃ’ত্যু হয়। তিন শি’শু মৃ’ত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সুন্দরগঞ্জ থা’নার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।